আবারো সরকার
বর্তমান সরকার অনেক ভালো কাজ করেছে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে মেট্রোরেল তৈরি হয়েছে পদ্মা সেতু তৈরি হয়েছে বাংলাদেশে এটা কল্পনা করেনি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে মহাকাশে। কিন্তু তারপরও সরকার গণমাধ্যমের প্রতি যে স্বাধীনতা সেরা হরণ করেছে বিরোধী দল কে যে ভাবে তারা শেষ করার চেষ্টা করছে তারা তাদের একটাই লক্ষ্য যে যাতে করে বিরোধী দলের শক্তি একেবারে কমে যায় যাতে নির্বাচনী প্রচারণা করতে পারে মামলা টামলা দিয়ে তাদেরকে হয়রানি করা অবশ্য সব মামলা যে একেবারে হয়রানিমূলক তা নয় মামলা আছে এবং অন আসলেই বিরোধী দল অনেক খারাপ কাজ করেছে অতীতে।
টপ বর্তমানে যে ঐক্য ফ্রন্ট নামক নতুন একটি জোট তৈরি হয়েছে যদিও এখানে বিএনপি-জামায়াত এবং কিছু পার্টি আছে আসলে এটা বলা যায় বিএনপি দল। সামনে যেহেতু নির্বাচন তাই তাদের নির্বাচনী সভা সমাবেশ করার ইচ্ছা আছে তারা আজ সেটা করতে চাইছে এবং সেটাই বাধা দিচ্ছে সরকার সিলেটে তাদের ঐক্যফ্রন্টের সমাবেশ করার কথা ছিল এখন পর্যন্ত সরকার সেটার অনুমতি দেয়নি যদিও আব্দুল কাদের বলেছেন যে এটা আসলে স্থগিত করা হয়েছে আমি পুরো ব্যাপারটা ঠিক জানি না এমন মন্তব্য করতে চাচ্ছি না।
তবে আমি আসলে এ সরকারকেই সাপোর্ট করবো কারণ গাড়ির ভালো কাজ গুলো আসলেই খুব ভালো এগুলো কে সাপোর্ট করা দরকার যত সামনে নির্বাচন তাই এই সব দলকে যেন তারা নির্বাচনী সভা সমাবেশ করতে পারে সে দিকে একটু লক্ষ্য রাখতে দেশনেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি।
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons: