ভালো লাগে না

in #news6 years ago

আসলে জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে জীবনে এখন যা করছি আসলে এটাই কি ঠিক করছি নাকি এটা আমার জীবনের বড় একটা ভুল। সবকিছুই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে।

আসলে মানুষের জীবনে এমন কিছু যখন পড়তে পারে না আসলে কি করা উচিত বা সে কি চায় জীবনের এই সময়টা অনেক কর অনেক বেদনার অনেক পুরাতন স্মৃতি তার মাথা আঁকড়ে ধরে থাকে। একটা সময় আছে মানুষ যখন শান্তি চায় রাতে শান্তিতে ঘুমাতে চাই কিসে মরতে অনেক চিন্তা তার মাথায় আসে ভবিষ্যৎ কি হবে। অনেকদিন ধরে ঘুমাতে পারছি না ঠিকমতো ঘুম আসছে না আবার খুব দেরি করে সকালে না ওঠে প্রায় দুপুরের দিকে ঘুম থেকে উঠছে।

এভাবে আসলে জীবন চলে না জীবন একটা স্পিড থাকা চাই একটা লক্ষ্য থাকা চাই যেটার জন্য মান সারাটা জীবন দূরে থাকবে মনপুর দেহ নিয়ে আসলে জীবনটা চলা যায় না একটা মৃত ডেট বডি ও এর থেকে ভালো কাজ করে। আমি বুঝতে পারছি না এখন কি কর সমস্যায় আছি হয়তো একদিন এই সমস্যা চলে যাবে আমি আবার শান্তি পাবো।

আমি জানি আমার কথা আমার এই আর্টিকেলটা অনেকে বুঝবে না বোঝার দরকার নেই কারণ আমার মাথা ঠিক নেই এখন আমি কি লিখছি কি বলছি কিছুই জানি না আসলে আমার কিছুই ভাল লাগছে না এই লাইফটা আর ভালো লাগছে না এভাবে আসলে জীবন চলে না শান্তি চাই আমি শান্তি।