ওগো শুনছো ! বই - Ogo Suncho Book
অসাধারণ একটি বই।
বইটি পড়লে অবিবাহিতদের মনে হবে এখনি বিয়ে করে ফেলি। আর বিবাহিতরা নতুন করে একে অপরের প্রেমে পড়ে যাবেন। জীবন জাগার নিরেট প্রেমের গল্প। যে প্রেম শুধু কাছেই টানে না, জান্নাতেরও পথ দেখায়।
এই বইটিতে মোট ১৭টি গল্প দিয়ে সাজানো।
এই বইয়ের গল্পে রয়েছে, মানুষের ঘরে ফেরার পেছনে আছে ভালোবাসার টান; রয়েছে মায়া-মমতা।। সারাদিনের না বলা অব্যক্ত কথা।
গল্পে রয়েছে নারীর জীবনে পুরুষের কতটা প্রয়োজন তা বুঝাতেই এক বিধবা নারীর অভিব্যক্তি দেয়া হয়েছে।
গল্পে রয়েছে এক এতিম ব্যক্তি খুব কষ্ট সহ্য করে কুরআনে হাফেজ হয়ে দাওরা পাশ করেন। তিনি চিন্তা করেন যে, আল্লাহ আমাকে অযোগ্যতা সত্ত্বেও এত নেয়ামত দিয়েছেন, আমি তার শুকরিয়া অন্য ভাবে আদায় করার চেষ্টা করবো।পরবর্তীতে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি এমন মেয়েকে বিয়ে করবেন যে তার থেকেও অসহায়! তিনি তার থেকেও ভালো পরিবারের মেয়ে হাতে পেলেও প্রতিজ্ঞা থেকে সরে যাননি।আল্লাহ তাঁর দোয়া কবুল করে এক মেয়ের সন্ধান দেন যে, মাদ্রাসায় খেদমত করতে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে ছাত্রীদের পড়া শুনতে শুনতে সেও রীতিমত হাফেযার কাতারে চলে যাওয়াতে তাকে মুয়াল্লিমাগণ দয়া করে ফ্রি ছাত্রী হিসেবে ভর্তি করিয়ে নেন। উক্ত হাফেজার সন্ধান পেলে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ও তাঁর প্রতিজ্ঞা অনুযায়ী তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। কতটা মানবিক হলে এমন একটি মেয়েকে বিয়ে করার দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে কেউ?আমাদের কারও পক্ষে কি এতটা ত্যাগ করে দ্বীনের পথে টিকে থাকা সম্ভব হতো?
বইয়ের গল্পতে বলা হয়েছে,এমন মেয়েকে বিয়ে করো যার প্রথম প্রেম বই। যে দামী জামা-জুতা না কিনে বই কিনতে চাইবে। যে বইপ্রেমীদের প্রতি অনুরক্ত।
যে মেয়ের প্রথম পাঠ্য বই ছিলো কুরআন শরীফ। যে মেয়েকে তুমি জানাতে পারো ইবনুল কাইয়্যিমের(রহঃ) লেখা তোমার কেমন লাগে? ইমাম গাযালীর( রহঃ), আশরাফ আলী থানভী (রহঃ), আলী নদভী (রহঃ) এর কিতাবসমূহ নিয়ে তার সাথে আলোচনা করতে পারো।
এমন মেয়ে খুঁজে পেলে তাকে আপন করে নিও।
গল্পের মাধ্যমে বলা হয়েছে কোন ধরনের মেয়েদের বিয়ে করা যাবে ও কোন ধরনের মেয়েদের বিয়ে করা যাবে না, এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।
আমার বিয়ে ও বিবি"গল্পটিতে শায়েখ তানতাবী( রহঃ) এর নিজ জীবনাভিজ্ঞতার কিছু কথা তুলে ধরে তাতে চৌদ্দটি উপদেশ দিয়েছেন বৈবাহিক জীবন সুখময় হওয়ার নিমিত্তে। সম্পূর্ন অপরিচিত ভিন-জাতির কাউকে পারতপক্ষে বিবাহ করতে নিষেধ করেছেন।
কুফু রাখতে আদেশ দিয়েছেন। শুধু সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে নিষেধ করেছেন।
বাইবেলের একটি বাণী উল্লেখ করেছেন "সিজারের কাজ সিজারকে করতে দাও। অর্থাৎ,যার যা কাজ তাতে অন্যকে নাক গলাতে নিষেধ করেছেন। স্ত্রীর কাছে কোন কিছু গোপন করতে নিষেধ করেছেন।এমনি ভাবে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন আমাদের মতো জাহেলদের জন্য।
হুন্না লিবাসুন লাকুম (তারা(স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক (আবরণস্বরূপ)।আনতুম লিবাসুন লাহুন্না (তোমরা (স্বামীরা) তাদের জন্য পোশাক (আবরণস্বরূপ)। এই "পোশাক" দ্বারা কি বুঝিয়েছেন বইয়ের গল্পতে তা তুলে ধরেছেন ত্রিশটি পয়েন্ট দিয়ে।
গল্পের মাধ্যমে তুলে ধরেছেন,কিছু অভ্যাস।
ছেলেবেলাতেই গড়ে দিতে হয়,গড়ে নিতে হয়। প্রতিটি কাজের পিছনে একটা দর্শন বা চিন্তা ছেলেবেলাতেই যোগ করে দিলে শিক্ষাটা আরো পোক্ত হয়ে বসবে।যেমন : মা সন্তানের চুল আঁচড়ে দিতে গিয়ে বলতে পারে, নবীজি বলেছেন, যার চুল আছে সে যেন তার যত্ন করে। ভাইবোনেরা হাসাহাসিতে মেতে থাকলে মা এসে বলতে পারেন, তোমাদের হাসির কথা নবীজি বলে গেছেন, তিনি বলেছেন তোমার ভাইয়ের সামনে হাসিমুখে থাকাও সদকা স্বরূপ। এভাবে উত্তম কথা বলাও সদকা স্বরূপ। সুন্নাত ও আদায় হলো, তাদের সাজুগুজু, হাসাহাসিও হলো। সাথে তাদের মানস গঠনও হলো। একটু সচেতন থাকলে আর আলাদা করে পড়াতে হয় না।এমনি এমনিই তো অনেক কুরআন-হাদীস,কবিতা -আদব -কায়দা শেখা হয়ে যায়।
বইয়ের গল্পতে বাচ্চাদের কিভাবে দৈনন্দিন দোয়া দুরূদ গুলো পড়ায় আকর্ষণ সৃষ্টি করতে হয় তা দেখিয়েছেন।
বইয়ের গল্পতে রয়েছে অচল স্বামীকে ছেড়ে চলে না যেয়ে আল্লাহর উপর ভরসা রেখে তার সেবা শুশ্রূষা চালিয়ে যাওয়ায় আল্লাহ তাঁর বান্দার কি উপযুক্ত প্রতিদান দিয়েছেন তা দেখিয়েছেন।
বইয়ের গল্পতে পরিবারের লোকদের বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, এবং তারা কিভাবে বড়দের সাথে আচরণ করবে এব্যাপারে খুব সুক্ষ্মভাবে বত্রিশটি পয়েন্ট তুলে ধরা হয়েছে।
এভাবে গৃহ-সংবিধান, বাড়ির কাজ, আমার বিয়ে ও বিবি, হারানো প্রেম, বাসর, দাদু নাতনিকে, একটি মা ও একটি জাতি, সাকানা-মাওয়াদ্দাহ-রহমাহ, ওয়াসজুদ ওয়াকতারিব, বধূয়া নামে আরো কিছু ছোট ছোট গল্প উপস্থাপন করা হয়েছে।
বইটি খুব চমৎকার গল্প দিয়ে সাজানো। এই ঘটনাগুলিতে দাম্পত্য জীবনের অনেক পাথেয় রয়েছে।
বইটির প্রচ্ছদ, কাগজ, ছাপা সবই সুন্দর লেগেছে। পড়ে দেখুন বইটি।
বইটি কিনতে Shop Now ক্লিক করুন।