অরিগ্যামিঃবিড়ালের ডিজাইন এর বুক মার্ক তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।বই পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস হলো বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে পৃষ্ঠা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।আর খুব সহজেই নির্দিস্ট পৃষ্ঠা খুঁজে পেতেও সহজ হয়।বুক মার্ক ব্যবহার করলে একই পৃষ্ঠা ভুল করে বারবার পড়তেও হয় না। তাই বই পড়ুয়াদের জন্য বুক মার্ক খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এই বুক মার্কটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।বিড়ালের ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন ও কালো রং এর সাইন পেন সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,বিড়ালের ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১।বেগুনী ও সাদা রং এর কাগজ।
২।কালো রং এর জেল পেন
৩।গাম
বিড়ালের ডিজাইন এর বুক মার্কর এর অরিগ্যামির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX১৫সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এবার কাগজটিকে উওভয় পাশে কোনা করে ভাঁজ করে নিয়েছি। এবং আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩*
দু"পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৪
এবার কাগজটিকে ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
দু'পাশের কাগজ ভাঁজ করে নিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৬
দু'পাশের কোনা করা কাগজ ভাঁজ করে পুনরায় ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। এবং নিচের দিকের কোনা কাগজটি কিছুটা ভাঁজ করে বিড়ালের মুখ এর শেপ দিয়ে নিয়েছি।
ধাপ-৭
তিনকোনা করে সাদা কাগজ কেটে নিয়েছি। আবং গাম দিয়ে তা বিড়ালের কানে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৮
বিড়ালের বুক মার্কটি যাতে সুন্দর লাগে সেজন্য কালো রং এর সাইন পেন দিয়ে বিড়ালের চোখ ও মুখ এঁকে নিয়ে বুক মার্ক বানানো শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি আজকে আমার বানানো বিড়ালের ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| পোস্ট | অরিগ্যামি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Redmi Note 5A |
| তারিখ | ১৭ই অক্টোবর ২০২৫ইং |
| লোকেশন | ঢাকা। |
প্রয়োজনীয় উপকরণ
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।




























Link
https://x.com/selina_akh/status/1979226791064801439
https://x.com/selina_akh/status/1979227361297273340
আপনার কাছ থেকে সবসময়ই অনেক সুন্দর কিছু বুকমার্ক দেখে আসছি। সবসময় আপনি নতুন কিছু বুকমার্ক আমাদের মাঝে শেয়ার করেন৷ আজকেও যেভাবে আপনি এখানে চমৎকার বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ এই প্রথম আমি এরকম একটি বুকমার্ক দেখতে পেলাম৷ যেভাবে আপনি বিড়ালের ডিজাইনের এত চমৎকার একটি বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷