আর্ট :- পোস্টার রঙ দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি আজকে পোস্টার রঙ দিয়ে আবারো খুব সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করলাম। কারণ পেইন্টিং করতে আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। তাই আসছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার চেষ্টা করলাম। আমার কাছে প্রাকৃতিক পরিবেশের যেকোনো পেইন্টিং অনেক ভালো লাগে। ছোট ছোট ঘরবাড়ি দিয়ে যেকোনো ধরনের পেইন্টিং করলে সেগুলো দেখতে এমনিতেও ভালো লাগে। তাই আমি সবসময় নিজের মতো করে যে কোন ধরনের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার চেষ্টা করি। তাই আজকে আবারো এই সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই পেইন্টিং দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর খাতার উপরের অংশে হালকা নীল এবং সাদা রং দিয়ে সুন্দর করে আকাশটাকে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর নিচের অংশে হালকা নীল রং এবং গারো নীল রং দিয়ে সুন্দর করে নিচের নদী টাকে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর উপরের আকাশের মধ্যে সাদা রং দিয়ে ছোট-বড় কিছু মেঘ সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর মাঝখানের অবশ্যই ছোট বড় কয়েকটি ঘর লাল এবং সাদা রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর ঘর গুলোর দুপাশে বড় কিছু গাছ সুন্দর করে সবুজ এবং কফি কালার রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর এক পাশে হালকা সবুজ এবং রং দিয়ে ছোট ছোট ঘাস এবং খুব সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর নদীর মধ্যে একটি সুন্দর নৌকা কয়েকটি রং কলম দিয়ে একই রকম ভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর আকাশের মধ্যে কয়েকটি পাখি এবং সুন্দর করে চারপাশ রং করে সুন্দর একটি আর্ট করে নিয়ে নিলাম।।
শেষ ধাপ :
এভাবে আমি খুব সুন্দর একটি পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু আপনার এই ফ্রীহ্যান্ড ছবি আঁকাগুলো দেখতে কি ভালো লাগে।
আজকেও আপনি চমৎকার একটি গ্রামের দৃশ্য একেছেন। যার সামনে একটি নদী বয়ে গেছে এবং তার উপরে রয়েছে একটি নৌকা। এ যেন বাংলাদেশেরই গ্রাম বাংলার চিত্র। কি যে অপূর্ব লাগছে দেখতে আপনি কি বলবো।
আমি চেষ্টা করেছি পেইন্টিং এর মধ্যে গ্রামীণ সৌন্দর্য সব তুলে ধরার জন্য। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
https://x.com/bdwomen2/status/1902008287056609508?t=krdi42ha6AtOfuVop-666A&s=19
পোস্টার রং দিয়ে ঘরবাড়ি নৌকা সাজিয়ে দারুন সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করলেন। ছবিটি কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট নৌকা এবং বাড়িটি ভীষণ সুন্দর এঁকেছেন। এমন সুন্দর একটি ছবি এঁকে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
আমার পেইন্টিং অসাধারণ বলে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
পোস্টার রঙ দিয়ে পেইন্টিং করলে সেই পেইন্টিংটা অনেক বেশি উজ্জ্বল হয়। আর দেখতেও দারুন লাগে। আপনি খুব সুন্দর করে কিন্তু এই পেইন্টিংটা করেছেন।প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে দেখে খুব ভালো লাগছে। এত সুন্দর একটা দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
ঠিক বলেছেন আপু পোস্টার রঙ দিয়ে পেইন্টিং করলে সেই পেইন্টিং অনেক উজ্জ্বল হয়। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
পোস্টার রং দিয়ে অনেক সুন্দর একটি গ্রাম্য পরিবেশের দৃশ্য আপনি তুলে ধরেছেন। আপনার আর্ট অনেক বেশি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
পোস্টার রং ব্যবহার করে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।আপনার করা এরকম পেইন্টিং গুলো আসলেই অনেক মনমুগ্ধকর।উনি কোথা হতে আমাদের মাঝে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হলেন শুনে খুশি হলাম। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পোস্টার রঙ দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো।
আমার হাতের আর্ট করা আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটা গ্রামীণ দৃশ্যের পেইন্টিং করেছেন। বেশ চমৎকার হয়েছে। কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু ভালো লাগছে দেখতে। সবচেয়ে বেশি ভালো লেগেছে নদী এবং নৌকার অংশটুকু। ধন্যবাদ আপু এত সুন্দর একটা গ্রামীন দৃশ্যের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি পোস্টার রং দিয়ে গ্রামীন দৃশ্যের পেইন্টিং করতে। তবে আপনার চমৎকার মন্তব্য অনেক ভালো লাগলো।
আপু আপনি পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের পেইন্টিং খুব সুন্দর হয়েছে। প্রাকৃতিক দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্ট এর মধ্যে দেখতেও খুব ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।