আর্ট :- ফুলের আর্ট।

in আমার বাংলা ব্লগ3 days ago

IMG-20260105-WA0011.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফুলের আর্ট। করলাম।

এখানে আমি তিনটা ডিজাইনের তিনটা ফুল আঁকলাম। যেগুলো দেখতে আসলে খুবই সুন্দর দেখাচ্ছিল। মাঝে মাঝে এরকম সিম্পল ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আমি একটা ছবিতে এরকম ধরনের আর্ট দেখেছিলাম। আর্ট এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে আমার কাছে এই ধরনের আর্ট গুলো করতেই ভালো লাগে। আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের আর্ট ও আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20250906_170502.jpg

আঁকার বিবরণ :

প্রথমে আমি আকাশী কালার দিয়ে গোল করে ডিজাইন করে একটা ফুল এঁকে নিলাম।

IMG-20260105-WA0012.jpg

এরপর একটু ভিন্ন ডিজাইনের থিম পরে আরো দুইটা ফুল একই কালারের এঁকে নিলাম।

IMG-20260105-WA0013.jpg

এরপর আমি কালো কালার দিয়ে ফুলের ভেতরের অংশের ডিজাইন করা শুরু করি।

IMG-20260105-WA0014.jpg

এরপরে আমি সবগুলো ফুলের উপরে খুবই সুন্দর করে ডিজাইন করে নিলাম।

IMG-20260105-WA0015.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20260105-WA0011.jpg

IMG-20260105-WA0009.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team
1000032815.png
Curated By @yuswadinisam
Loading...

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin