শেষ পর্ব || সাফারি পার্ক ভ্রমণ অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগlast month

11-02-2025

২৯ মাঘ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে সাফারী পার্ক ভ্রমণের শেষ পর্বটি শেয়ার করার জন্য। আশা করছি আজকের শেষ পর্বটি উপভোগ করবেন।

৩য় পর্বের পর

বাসে উঠার পর পুরা বন ঘুরে আসতে মেবি পাচঁ মিনিট লেগেছে। এই পাচঁ মিনিটে ভিতরে তেমন কিছুই ভালো লাগার মতো দেখতে পেলাম না। যতটা আশা নিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম ঠিক ততটাই হতাশ হয়েছিলাম। মানুষজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারপর দূর থেকে বাঘ দেখার জন্য বাসে উঠে! আমার কাছে আসলে ব্যাপারটা তেমন ভালো লাগেনি। তবে নতুন একটা অভিজ্ঞতা তো হলো। আমাদের বাসে যারা উঠেছিল সবাই বারবার বলতেছিল দূর থেকে বাঘ দেখার জন্য বাসে উঠলাম।সেটাও আবার ১৫০ টাকা দিয়ে, হাহা! তবে পার্ক আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ তুলে ধরে। এতোদিন তো বইয়ের পাতায় পড়তাম বাঘ সম্পর্কে সাথে ছবিও দেখতাম। আর সেটা স্বচক্ষে দেখা সেটা তো আলাদা একটা ভালো লাগার বিষয়।

IMG20241220144935.jpg

IMG20241220145238.jpg

আমরা বাসে উঠার পর ৫ মিনিটের মধ্যেই ঘুরা শেষ করে স্পটে চলে এলাম। তারপর প্রায় বিকাল হয়ে গিয়েছিল। বাস থেকে বের হয়ে আমরা পার্কের আশেপাশটা ঘুরে দেখার চেষ্টা করলাম। পার্কগুলাতে বিকাল বেলায় আসে মানুষজন বেশি ঘুরাঘুরি করতে। আমরা দেখতে পেলাম অনেকেই এসেছে পার্কে ঘুরার জন্য। তবে হাটঁতেও আর বেশি ভালো লাগতেছিল না। তাই আমরা বেশিক্ষণ না ঘুরে বের হয়ে গেলাম।

IMG20241220153758.jpg

IMG20241220154758.jpg

IMG20241220154846.jpg

তারপর আমরা সবাই পার্কের ভিতর থেকে বেরিয়ে পরলাম। পার্কের ভিতর থেকে বের হয়ে দেখলাম বাহিরে অনেক লোক। বাহিরের মাঠে খেয়াল করলাম ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করছে। আমারও ইচ্ছে ছিল কিন্তু শরীর চলছিল না আর। তাই আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে চলে আসলাম অটো করে।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationW3w


10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last month 

অনেক সময় অনেক কিছু আশা করে নিলেও হতাশায় ভুগতে হয়। কারণ প্রত্যাশিত কিছু যদি না থাকে তখন কোন কিছুই ভালো লাগেনা। তবে বাঘ দেখার জন্য ১৫০ টাকা খরচ করেছেন এটা মনে হচ্ছে বৃথাই গেল। তবে পরে বাইরে ঘোরাঘুরি করে যে ফটোগ্রাফি করেছেন সেগুলো দেখে বেশ ভালো লাগছে ভাইয়া।

 last month 

আসলেই আপু, এক্সপেকটেশন যেমন ছিল ব্যাপারটা আসলে এমনটা হয়নি।

 last month 

আসলেই এখনকার কিছু কিছু জায়গাগুলোতে যতটা আশা নিয়ে আমরা যাই উপভোগ করার জন্য ততটাই হতাশা নিয়ে ফিরতে হয়। হয়তোবা আপনার সাথেও তেমনটাই হয়েছিলো। যাইহোক তারপরেও প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এটাই অনেক। সাফারি পার্ক ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last month 

আসলেই তবুও কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল

 last month 

সাফারি পার্ক নিয়ে আপনারা কয়েকজন খুব সুন্দর সুন্দর পোস্ট করেছেন। আপনাদের পোস্টগুলো আমার কাছে ভালো লেগেছে। কেউ সাফারি পার্কের লাস্ট পর্ব আমাদের মাঝে উপস্থিত করেছেন। এই পর্ব পড়ার মধ্য দিয়ে অনেক ধারণা পেলাম।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 last month 

আপনার পার্ক ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থাপন করে জানার সুযোগ করে দিয়েছেন। সাফারি পার্ক আমিও ভ্রমন করেছি কিন্তু তখন তো আর ব্লগিংয়ে উপস্থিত ছিলাম না যার জন্য ফটোগ্রাফির তেমন একটা ছিল না। তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আবারো এই পার্ক ভ্রমণ করে আপনাদের মত পোস্ট উপস্থাপন করতে।

 last month 

বাহ! আপনিও সাফারি পার্ক ভ্রমণ করেছিলেন জানতে পেরে ভালো লাগছে।

 last month 

আসলে কখনো কখনো আমরা ভালো কিছু আশা করলে আমাদের সাথে এরকমই হয়ে থাকে। যেমনটা আপনার সাথে হয়েছে। শুধু শুধু দেড়শ টাকা খরচ করলেন। পরবর্তীতে বাহিরে কিছুটা সময় কাটিয়েছেন আর ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। যাই হোক অভিজ্ঞতা মূলক পোস্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

জি আপু একটা নতুন অভিজ্ঞতা হলো।

 last month 

সাফারি পার্কে ভ্রমণের অভিজ্ঞতা এরকম ছিল, এটা দেবেই তো খুব খারাপ লাগছে ভাই। কোথাও গেলে এরকম অভিজ্ঞতা হলে আমার কাছে খুবই খারাপ লাগে। শুধু শুধু টাকা নষ্ট করা হলো। পাঁচ মিনিটের ভেতর তেমন কিছুই দেখতে পারেননি দেখছি। এটা একেবারে একটা তিক্ত অভিজ্ঞতা ছিল মনে হয়। বাইরের অল্প কিছু মুহূর্ত গুলোই কিছুটা ভালো ছিল বুঝতে পারছি।

 last month 

একদম ঠিক বলেছেন। যেমনটা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি।

 last month 

আমাদের ভাগ্য ভালো ছিল। আমরা একেবারে সামনে থেকে বাঘ দেখেছিলাম। এবং সেটাও একটা না পুরো এক জোড়া। চমৎকার লাগল আপনার পোস্ট টা। বেশ দারুণ সময় কাটিয়েছিলেন সাফারি পার্কে। ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ! তাহলে তো ভালো। একদম সামনে থেকে দেখা গেল

 last month 

বাসে উঠার পর পুরা বন ঘুরে আসতে মেবি পাচঁ মিনিট লেগেছে। এই পাচঁ মিনিটে ভিতরে তেমন কিছুই ভালো লাগার মতো দেখতে পেলাম না।

বলেন কি ভাই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সবকিছু দেখিয়ে দিলো। তারা তো দেখছি সুপার ফাস্ট হা হা হা। এতো কষ্ট করে সিরিয়াল ধরে বাসে উঠে যদি মনমতো সবকিছু দেখাই না যায়, তাহলে তো সাফারি পার্কে গিয়ে কোনো লাভ নেই। কয়েক মাস আগে একবার প্ল্যান করেছিলাম সেখানে ঘুরতে যাবো। না গিয়ে আসলেই খুব ভালো করেছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

তেমন কিছু নেই ভাই দেখার মতো। তবুও গিয়ে দেখতে পারেন।

 last month 

না ভাই যাওয়ার ইচ্ছে নেই আর। আপনার পোস্ট পড়েই বুঝতে পেরেছি কি অবস্থা সেখানকার। ধন্যবাদ আপনাকে।