দেশ প্রেম

mehtab-bagh-6698669_1920.jpg

Source

বর্তমানে পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হয়েছে। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধের সম্মুখীন হচ্ছি। ইসরাইল এবং ইরানের সেই যুদ্ধ। এই বিষয়গুলো আমাদেরকে হিংসার পথে ঠেলে দেয়। এই বিষয়গুলো আমাদেরকে ভালোবাসা শিখায় না বরঞ্চ ধংস শিখায়। যেখান থেকে আসলে শিখার মত কিছু নেই। আমাদের সকলেরই দেশপ্রেম রয়েছে যখন সেই দেশ প্রেমের উপরে কোন ধরনের বাধা চলে আসে তখনই কিন্তু এক দেশ অনেক দেশের উপরে হামলা করে।

এটা একটা কারণ হতে পারে এরপরও আরও অনেক ধরনের রাজনৈতিক বিষয় রয়েছে সেসব বিষয়ে যাচ্ছি না। তবে আপনার দেশপ্রেম টাই সবার আগে। আপনি কোন ধর্ম থেকে রয়েছেন আপনার জাতি কি, এই বিষয়গুলো দেখতে হবে না। আপনি একটি দেশের নাগরিক এটাই হচ্ছে সর্বপ্রথম আপনার পরিচয় এবং এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেশপ্রেম বিষয়টা ঠিক কখন উঠবো উপভোগ করা যায় জানেন, দেশের যখন কোন সৌন্দর্যময় এলাকায় যান তখন মনে হয় যে আমার দেশটা কতটা সুন্দর, এছাড়াও আপনি যখন আশেপাশে আপনাদের মানুষগুলোকে দেখেন যারা অনেক সাহায্য পরায়ন। একে অপরের ভালো বিষয়গুলো চিন্তা করে। তখনও আপনার কাছে ভালোবাসাটা দেশপ্রেমের কাছে বেশি ফুটে ওঠে। এছাড়াও যখন দেখবেন আপনি দেশের জন্য কোন কিছু করেছেন আপনাকে নিয়ে এই দেশ গর্ব করছে তখন এই ভালোবাসার বহিঃপ্রকাশ বেশি উপভোগ করা যায়।

দেশপ্রেম যাদের মধ্যে নেই তারা আসলে দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে না। সর্বপ্রথম নিজের দেশ পরবর্তীতে অন্য কিছু এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের কাছেও ঠিক তেমনি হওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 last month 

হ্যাঁ আপনি কোন ধর্মের বা কোন দলের রাজনীতিবিদ সেটা মুখ্য বিষয় নয় আপনি আপনার দেশকে কতটা ভালোবাসেন আপনার দেশের প্রতি আপনার কতটা টান রয়েছে সেটাই মুখ্য বিষয়। কেননা প্রতিটা মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা থাকা আবশ্যক। কথাগুলো ভালো লেগেছে আপনার সাথে সবগুলো টপিকের সাথেই সহমত প্রকাশ করলাম।

 last month 

এটা সত্য যে বর্তমান সময়ে প্রত্যেকটা দেশের মধ্যেই যুদ্ধবিগ্রহ কিংবা আরো অন্যান্য বিষয় নিয়ে খুবই বাজে অবস্থা সৃষ্টি হয়েছে। এগুলোর মূল কারণ হচ্ছে দেশপ্রেম না থাকা। তাই আপনার সাথে আমিও সহমত পোষণ করছি সবার আগে আমাদের দেশ এবং দেশপ্রেম থাকতে হবে। আর এটা না থাকলে সে ব্যক্তি নিজেকে ঐ দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবে না।