প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রুয়েলিয়া বা পটপটি ফুলের মেলা ০১-০৯-২৪ তারিখ
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভাল আছি। বন্ধুরা আজকে আমি @kalidsyfulla আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন।
প্রিয় বন্ধুরা আজ সবার সাথে শেয়ার করতে যাচ্ছি, এই সুন্দর পৃথিবীর প্রকৃতি থেকে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রুয়েলিয়া বা পটপটি ফুলের বিস্তারিত।
ফুলের নাম ও রং
প্রিয় বন্ধুরা এই ফুলের নাম, বাংলায় পটপটি ও ইংরেজি নাম রুয়েলিয়া টিউভরছা,গ্রাম অঞ্চলে আরো অনেক নামে ফুলগুলোকে মানুষ চেনে।
এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর এবং এটি ভায়োলেট কালারের।
রুয়েলিয়া ফুলের জন্মস্থান
রুয়েলিয়া বা পটপটি ফুল গুলো প্রতিত জমিতে রাস্তার ধারে ছায়া জায়গায় সুন্দরভাবে জন্মায়। অনেকে এগুলোকে বাড়ির পথের ধারে দুপাশে বাড়ির সৌন্দর্য বর্ধিত করার জন্য লাগিয়ে থাকে।
ফুল ফোটার সিজন
রুয়েলিয়া ফুলগুলো জৈাষ্ট মাসের শেষ দিক থেকে প্রথম দেখা যায়। তারপর আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত ও খুব ভালোভাবেই দেখা যায়।
রুয়েলে ফুল গাছের ঔষধি গুনাগুন
রয়েলিয়া ফুল গাছে বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন রয়েছে। বিশেষ করে আয়ুর্বেদিক মেডিসিনে ডাইইউরিটি এন্টি ডাইবেটিক এন্টি পাইরোটিক এনালাজেছিক এন্টি হাই প্রোটেনছিপ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে গনোরিয়া রোগে এর মূল ব্যবহার করা হয়।
প্রিয় বন্ধুরা আল্লাহ তায়ালা এই দুনিয়ায় অনেক সুন্দর জিনিস তৈরি করেছেন মানুষের কল্যাণের জন্য যেটা মানুষ দেখে সুন্দর্য উপভোগ করে এবং তা থেকে মানুষ
নিজের প্রয়োজন অনুসারে ব্যবহার করে।
প্রিয় বন্ধুরা ব্লগটা আজ এ পর্যন্তই। শেষ সময় পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
লেখক @kalidsyfulla