অনেক আলু এখানে রাখা হয়েছে

in #photo27 days ago

আসসালামু আলাইকুম বন্ধুগণ!


1000058214.jpg

1000058213.jpg

1000058212.jpg

1000058215.jpg

টিনের চালার নিচে আলু শুকানোর জন্য একটা জায়গা করা হয়েছে। এখানে অনেক বস্তা আলু বিছিয়ে রাখা হয়েছে। এই আলুগুলো মাটি থেকে তুলে নেওয়া হয়েছে, তাই এখানে শুকানোর জন্য রাখা হয়েছে। আলুগুলো যখন নতুন করে তোলা হয়, তখন ভেজা থাকে, তাই এখানে রাখা হয়েছে। আলুগুলো সুন্দরভাবে ঢেলে শুকানো হচ্ছে। শুকানোর পর আবার বস্তায় ভরে বিক্রি করা হবে। ভালোভাবে শুকানোর পরই এগুলো প্যাক করতে হবে। এগুলো টিনের চালার নিচে রাখা হয়েছে যাতে ঠান্ডা লাগলে আবার ভেজা না হয়। আজ আমরা আলু কিনতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম আলুগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং প্রস্তুত করা হচ্ছে। অনেকের আলু এই জায়গায় একসাথে রাখা হয়েছে।

আপনার উপরে যে ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কিছু সেরা ফটোগ্রাফি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমার দৈনন্দিন জীবনের ফটোগ্রাফি গুলো আপনার সাথে শেয়ার করি। ফটোগ্রাফি করা একটি নেশা বলা চলে আমার। এবং ফটোগ্রাফি সম্পর্কে আমি বিস্তারিত কিছু তথ্য ফটোগ্রাফি নিচে দিয়েছি। যাইহোক আপনাদের কাছে আশা করি ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পোস্টটি নিচে একটি কমেন্ট করবেন এবং আপভোট দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজকে আর নয় পরবর্তী ব্লগে আপনাকে আবার সুস্বাগতম জানাচ্ছি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...