Differnt Photo

in #photo5 months ago

কি বলবো কি দিয়ে শুরু করবো সেটা ভেবে পাচ্ছিনা তবুও তো শেয়ার করতে হবে তাই শুরু করতে যাচ্ছি আজকের এই পোস্ট। আশা করা যায় এবং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি ফটোগ্রাফি বা পোস্ট নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। কথা না বাড়িয়ে বিদায় নেওয়ার আগেই শুরু করে ফেলি আজকের এই ফটোগ্রাফি পোস্ট।
17210295376213059587282477575644.jpg
যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মূলত বিভিন্ন জায়গা থেকে করা তাই আজকে আপনাদের তুলে ধরলাম কেমন লেগেছে জানাবেন কিন্তু। জানানোর প্রয়োজনীয়তা রয়েছে তাই জানাবেন যদি না থাকতো সেটা আমি নিজেও বলতাম না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই জানাবেন ফটোগ্রাফি কেমন হয় আমার।

অধীর আগ্রহে বসে আছি ধারাবাহিকতা পৌঁছে থেকে একটি গোল পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে। তাইতো শেয়ার করলাম এগুলো কেমন লেগেছে জানাবেন সেগুলো। ভালোলাগা মন দোলোরা সবারই থাকতে পারে সে ধারাবাহিক বজায় রেখে জানাতে হতে পারে। কথা বাড়াবো না বিদায় নেব যেহেতু আমি ব্যস্ত। মাঝে মাঝে কবিতা লিখব আমি বড় আস্ত।

আসলে কোন বিষয়বস্তু যদি ফটোগ্রাফি করার মত চোখে পড়ে সেটাই ফটোগ্রাফি করে ফেলি কারণ ফটোগ্রাফি করতে ভালো লাগে এবং ভালোবাসি তো বন্ধুরা আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু আর আগামীতে ভিন্ন কোন ফটোগ্রাফি পোস্ট নিয়ে আবার উপস্থিত অবশ্যই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.