কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ফুলের ফটোগ্রাফি নিয়ে। নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময়ে অভাবে এখন তেমন বাইরে যাওয়া হয়না। তবে মাঝে মাঝে গেলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না।কয়েক দিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম তখন কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি ফুল ভালোবাসার পথিক। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই আজ ভালোবাসার ফুল গুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এই ফুল গুলো হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে কাটামুকুট ফুল। এই ফুল গুলো অনেক দিন আগে আমার বাড়িতে লাগিয়েছিলাম। কয়েক দিন ধরে বেশ কিছু ফুল ফোটেছে তাই ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি ফুল গুলো দেখতে বেশ কিউট।

এটি হচ্ছে নয়নতারা ফুল। এই ফুলের ফটোগ্রাফি গুলো কয়েক দিন আগে তুলেছিলাম ছাদ বাগান থেকে। আমরা ঘুরতে গিয়েছিলাম তখন দেখে ছাদে এমন ফুল ধরেছে। আসলে নয়নতারা ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। হালকা গোলাপি রঙের ফুল গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে।

এটি হচ্ছে সাদা নয়নতারা ফুল। নয়নতারা ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে আমার কাছে মনে হয় নয়নতারার সব ধরনের ফুল একটু বেশি ভালো লাগে। সাদা ফুল গুলো কিন্তু বেশ কিউট লেগেছিল দেখতে।

এটি হচ্ছে রঙ্গন ফুল। এই ফুল গুলো ছাদ বাগান থেকে তুলা। আসলে আমরা আমার ভাসুরের বাসার ছাদ বাগান থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি ফুল গুলো দেখতে বেশ চমৎকার ছিল। আর রঙ্গন ফুলের গাছ গুলোতে মাত্র ফুল ফোটেছে। তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

এটি হচ্ছে গাঁদাফুল। গাঁদাফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এই ধরনের গাঁদাফুল গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর শীতের সময় এই ফুল গুলো সব জায়গায় দেখা যায়। এই চাচা ফুলের গাছ গুলো বিক্রি করেছিল। তাই আমরা ফুলসহ গাছ কিনি এনেছি। সত্যি বেশ ভালো লেগেছিল দেখতে।

এই ফুল গুলোর নাম আমার জানা নেই। আপনারা জানলে অবশ্যই জানাবেন। তবে গুলো বেশ সুন্দর। আসলে ছোট গাছে এভাবে ফুল গুলো দেখতে বেশ কিউট লেগেছিল।যাইহোক বেশ ভালো কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।



https://x.com/MimiRimi1683671/status/1991854500077064682?t=mt8D0cMmcyg6tIvdSIIXJA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1991855310886326624?t=YQvH-vwWeobtF8QPSHoitw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1991855592777060479?t=isPcqk_qQ633t32KjFLhnA&s=19
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্য চলে গেলেন। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো প্রত্যেকটা চমৎকার হয়েছে। এবং প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।