কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফটোগ্রাফি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে আগে ফটোগ্রাফি করা নেশা ছিল। কিন্তু আমার বাংলা ব্লগে আসার পর থেকে ফটোগ্রাফি পেশায় পরিণত হয়ে গিয়েছে। সত্যি নতুন কিছু দেখলে কখনো ফটোগ্রাফি করতে মিস করি না। তবে রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আসলে এক সাথে অনেক গুলো ফটোগ্রাফি দেখতে পারি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এগুলো হচ্ছে বাজিকর পাখি। আসলে আমার মেয়ে এই পাখি গুলো এনেছিল।তবে সে কয়েক দিন রেখে আমার দিয়ে দিয়েছে। আসলে তার খালামনির কাছ থেকে পালন করার জন্য এসেছিল। তাকে গিফট করেছিল কিন্তু কয়েক দিন রেখে শখ মিটে গিয়েছে। সত্যি পাখি গুলো অনেক কিউট। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
এই খাবার গুলো আমার হয়তো অনেকেই চিনি। এগুলো হচ্ছে ফুসকা। আর ফুসকা খাওয়ার মজাই আলাদা। সবাই অনেক মজা করে খায়। আসলে কোন জায়গায় গেলে সবাই এই ফুসকা খেতে অনেক মজা লাগে। সত্যি এগুলো অনেক মজার খাবার।

এগুলো হচ্ছে খাসির মাংস ভুনা রেসিপি। বেশ কিছু দিন আগে এগুলো রান্না করেছিলাম। আসলে খাসির মাংস এভাবে রান্না করলে রুটি বা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। সত্যি এগুলো খেতে অনেক মজার।

এগুলো হচ্ছে ছোলা ভুনা রেসিপি। আসলে বিকেল বেলা এমন ছোলা ভুনা হলে একেবারে জমে যায়। যদিও রোজার সময় ছোলা ভুনা বেশি খাওয়া হয়। তবে মাঝে মাঝে এভাবে ভুনা করে খেলে সত্যি দারুণ লাগে। যাইহোক ছোলা ভুনা অনেক মজার খাবার।

এগুলো হচ্ছে ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ খেতে অনেক মজা। তবে আমাদের সবার জন্য ইলিশ খাওয়া অনেক কষ্টকর।আর এমন ডিমওয়া ইলিশ হলে তো কথায় নেই। আর আলু বেগুন দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। কিছু দিন আগে রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।সত্যি ইলিশ মজার খাবার।
এগুলো হচ্ছে টাকি মাছ। আসলে এমন তাজা টাকি মাছ খেতে অনেক মজা। কয়েক দিন আগে এমন তাজা দেখে বাজার থেকে কিনে এনেছি। আসলে টাকি মাছের ঝুরি খেতে সত্যি অনেক ভালো লাগে। আর সেই ঝুরি গুলো যদি তাজা মাছের হয় তাহলে তো কথায় নেই।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
)






https://x.com/i/status/2000207106704552144
https://x.com/i/status/2000207685904662593