কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে। নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবপ ফটোগ্রাফি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে এখন অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। তারজন্য তেমন বাইরে যাওয়া হয় না। তবে মাঝে মাঝে গেলে ফটোগ্রাফি করতে মিস করি না।যাইহোক আজ এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে মুখরোচক খাবার গুলো খাওয়ার চেয়ে দেখেই মন প্রাণ ভরে যায়। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এই খাবার গুলো হয়তো আমাদের অনেকের পছন্দ। আসলে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। । ইলিশ মাছ অনেকের পছন্দ। তবে ইলিশ সবার পক্ষে খাওয়া সম্ভব নয়। আসলে যেহারে দাম তাতে ইলিশ খাওয়া সম্ভব নয়। তবে জাতীয় মাছ মাঝে মাঝে না খেলে কেমন হয়।যাইহোক দুইদিন আগে ইলিশ মাছ রান্না করেছি সবাই অনেক মজা করে খেয়েছে। সত্যি অনেক মজার মাছ।

এটি হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে পিজ্জা। আর এই মুখরোচক খাবার দেখলে সত্যি মন ভরে যায়। এগুলো বাচ্চাদের অনেক প্রিয় খাবার। এগুলো দেখলেই তারা খাবে। তাই তো মাঝে মাঝে এনে খাওয়ায়। কয়েক দিন আগে এনেছিলাম বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল।

এগুলো হচ্ছে ফুসকা, ফুসকা খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর এই ফুসকা গুলো অনেক জনপ্রিয়। আমরা বাইরে গেলেই এই ধরনের ফুসকা খেয়ে থাকি। কয়েক দিন আগে গিয়েছিলাম তখন খেয়েছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি অনেক মজার খাবার এগুলো।

এগুলো হয়তো আপনাদের অনেকের পছন্দের খাবার। এগুলো হচ্ছে ঝালমুড়ি মানে মুড়ি মাখানো। আমরা মাঝে মাঝে বিকেল বেলা আসলে এখন বিকেল খুঁজে পাওয়া মুশকিল। তাই সন্ধ্যা বেলা এভাবে মুড়ি মাখিয়ে খায়। সত্যি সবাই মিলে এক সাথে খাওয়ার মজাই আলাদা।

এগুলো হয়তো বাচ্চাদের প্রিয় খাবার। তবে এই মুখরোচক খাবার গুলো খেলে অনেক মজা লাগে। আমার মেয়ে এই খাবার গুলো দেখলেই খাবে। তাইতো গতকাল তার বাবা এনে দিয়েছিল সবাই মজা করে খেয়েছে।সত্যি অনেক মজার খাবার আপনারা চাইলে মাঝে মাঝে এনে খেতে পারেন।বেশ মজার খাবার।

এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠা রেসিপি। আসলে বাচ্চাদের এই পিঠা গুলো একটু বেশি পছন্দের। কয়েক দিন আগে বানিয়ে ছিলাম সবাই অনেক মজা করে খেয়েছে। সত্যি অনেক মজার ছিল খাবার গুলো।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।



https://x.com/MimiRimi1683671/status/1996210438724563373?t=lIlK6sA0M4LTH1KXkaT-xA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1996211113994879012?t=TucEXEQtkxoJe2RLkjDHQQ&s=19