Photography

in #photographylast month

প্রকৃতির কাছাকাছি গেলে মনে হয়, সব কিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে—শান্ত, নরম আর মায়াভরা। পাতার নড়াচড়া, নদীর ধারা, কিংবা আকাশের রঙ—সবকিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়।

![IMG20251015062710.jpg](UPLOAD FAILED)

এইরকম মুহূর্ত অনেক সময় আমরা ক্যামেরায় ধরে ফেলি ঠিকই, কিন্তু সেই ছবির পাশে বসানোর মতো একটা সত্যিকারের অনুভবী ক্যাপশন খুঁজে পাওয়া যেন সহজ হয় না।

![IMG20251015062705.jpg](UPLOAD FAILED)

তাই এখানে থাকলো প্রকৃতির রঙ আর সুর মিশিয়ে লেখা কিছু প্রকৃতি নিয়ে বাংলা ক্যাপশন!

![IMG20251015062703.jpg](UPLOAD FAILED)

যা শুধু পোস্ট নয়, আপনার মনের কথাও বলে দেবে নিঃশব্দে।