রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

23-04-2024

১০ বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼 আসসালামুআলাইকুম সবাইকে 🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। গরমের মাঝে আসলে ভালো থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে। দিনকে দিন টেম্পারেচার তো বাড়ছে। তবে স্বস্তির নিউজ হলো বিদ্যুৎ উৎপাদনও বাড়ছে। গতকাল বাংলাদেশে রেকর্ড বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়েছিল। তাই রাতে কারেন্ট যায়নি । স্বস্তিতে একটু ঘুমাতে পেরেছিলাম। কারেন্ট গেলেই বুঝা যায় গরম কাকে বলে! গ্রামের দিকে মানুষজন কারেন্ট চলে গেলেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পরে। একটু প্রাকৃতিক হাওয়া গায়ে মাখানোর জন্য। কিন্তু গ্রামেও এখন গাছপালা কমে গেছে। প্রখর রোদ গ্রামেও এখন দেখা যায়। এই গরমে আসলে গ্রামের মানুষগুলো ভালো নেই। যাইহোক, গ্রামে যখন ছিলাম তখন অনেকগুলো ফটোগ্রাফি করে রেখেছিলাম মোবাইলে যাতে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ।

আসলে ফটোগ্রাফিটা হলো ভালো লাগার বিষয়। ফোনের ক্যামেরা ততোটাও ভালো নয় তবুও ফটোগ্রাফি করতে ভালো লাগে। চোখের সামনে যা ভালো লাগে তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনাদের সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। যাইহোক, আজকে বেশ কিছু ফটোগ্রাফি দেখতে পাবেন। আশা করছি উপভোগ করবেন আজকের ফটোগ্রাফিগুলো।


IMG_20240423_141355.jpg

IMG_20240423_141533.jpg


বিকালের দিকে আমাদের উঠানের বৈদ্যুতিক তারে দেখতে পেলাম একটি লালচে রঙের ফড়িং! আসলে ফড়িং এখন কম দেখা যায়। আগে তো যেখানে তার ছিল সেখানেই দেখতাম ফড়িং বসে আছে। লাল রঙের ফড়িংটি দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। তবে ফটোগ্রাফি করতে যখন গেলাম কাছ থেকে ফোকাস দেয়ার চেষ্টা করলাম। কিন্তু ফড়িং তো উড়ে চলে যায়। তারপর আবার তারে এসেই বসেছিল। যাইহোক, তারপর একটু দূর থেকেই ফড়িং এর ফটোগ্রাফি করে নিয়েছিলাম।



IMG_20240423_141415.jpg


এবার আমাদের বাড়ির উঠনোর সামনেই মরিচের বেশ কিছু চারা লাগানো হয়েছে। বেশ কিছু গাছে মরিচও হয়েছে। আবার কিছু দেখতে পেলাম মরিচের ফুল জন্মেছে। মরিচের সাদা রঙের ফুল দেখতেও সুন্দর লাগছিল।



IMG_20240423_141334.jpg


বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে। আর কদিন পরেই আম কাঁঠালের সময়। তবে গাছে এখনও ছোট ছোট কাঁঠালের মজি দেখা যাচ্ছে। আমাদের দিকে কাঁঠালের ছোট অবস্থায় যেরকম হয় সেটাকে মজি বলে মানুষ। কাঁঠালের মজি ভর্তা বড়ই দিয়ে মনে হয় আপনারা খেয়েছে। খেতে দারুণ লাগে কাঁঠালের মজি ভর্তা।



IMG_20240423_141313.jpg


এটা আমাদের কাঁঠাল গাছ। এ গাছটাতেই সবচেয়ে বেশি কাঁঠাল হয়। এ গাছের কাঁঠালগুলো খেতেও ভীষণ মিষ্টি। আর কিছুদিন পরেই খাওয়া যাবে কাঠাঁল।



IMG_20240423_141444.jpg


এটিও আমাদের বাগান থেকে নেয়া। বাগানে কিছু বেগুন গাছও লাগানো হয়েছে। বেশকিছু বেগুন জন্মেছে গাছে। আসলে নিজের গাছের সবজি খাওয়ার অনুভূতিটাই অন্যরকম।



IMG_20240423_141512.jpg


আমাদের পুকুর পাড়ে একটিমাত্র জলপাই গাছ। জলপাই গাছটি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে জলপাই দিয়ে যাচ্ছিল তআে গত বছর ঝড়ে গাছটির উপরের অংশ পুরোটাই ভেঙে গিয়েছিল। জলপাই গাছের গোড়ায় দেখলাম নতুন করে ডাল গজাচ্ছে। দেখে খুবই ভালো লাগছিল।



IMG_20240423_141256.jpg


এবার আমাদের জমিতে ভূট্রা চাষ করা হয়েছিল সেটা আপনাদের বলেছিলাম। বাড়িতে গিয়ে দেখি সব ভূট্রা শিলা বৃষ্টির কারণে পরে গেছে! বলতে গেলে জমিতে ৩ মণের মতো ভূট্রা হয়েছিল। অনেক বড় একটা ক্ষতি হয়েছে বলতে গেলে। যাইহোক, বাড়ির ভিতরেও কয়েকটি বীজ রোপণ করা হয়েছিল। সেখানেও ভূট্রা জন্মেছে দেখতে পেয়েছিলাম।



DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNandail, Mymensingh

আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করেছেন। আবারো হাজির হবে অন্যকোনোদিন নতুন কোনো ফটোগ্রাফি পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🌸।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

গতকাল রাত ৯ টার সময় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৬,২৩৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। দেখার পর বেশ ভালো লাগছিল। আর আমাদের এলাকায় খুব একটা লোডশেডিং হয় না। এটা বেশ ভালো দিক। আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

হুমম ভাই, হায়েস্ট বিদ্যুৎ উৎপাদন। প্রতিনিয়ত ডিমান্ড বাড়ছে।

 2 years ago 
 2 years ago 

আপনি আজকে বেশ ভালো কিছু ফটোগ্রাফি আমাদের শেয়ার করেছেন। আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলো মোটামুটি বেশ ভালই ছিল। আপনার ফটোগ্রাফির মধ্যে ফড়িং এর ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জাতীয় ফল কাঁঠালের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি এলোমেলো ভাবে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফড়িং এর ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনার ধৈর্য রয়েছে বলা যায় তা না হলে এত সুন্দর ভাবে ফড়িং এর ফটোগ্রাফি করা সম্ভব হতো না। আমি একবার লেবু গাছে বসা ফড়িং এর ফটোগ্রাফি করতে গিয়ে ব্যর্থ হয়েছি। বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে।‌ ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগবে। আপনার এই ফটোগ্রাফি গুলো ভিন্ন ভিন্ন বলে দেখতে অনেক ভালো লাগছে এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য। 🌸

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি হলে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে ভাইয়া। আপনার মত আমারও ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁঠালের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸।

 2 years ago 

আপনি খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো কাঁঠালের ফটোগ্রাফি এবং মরিচ ফুলের ফটোগ্রাফি ও বিদ্যুতিক তারের উপর বসে থাকা ফড়িং এর ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।