ফটোগ্রাফি :- ফুলের রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল গুলো আমার খুব পছন্দের ফুল। তবে এই ফুলগুলো যখন গাছের মধ্যে ফুটে তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের এদিকে এই ফুলগাছ গুলো দেখা যায়। ছোট ছোট গাছের মধ্যে যখন এই ফুলগুলো ফুটে দেখতো কিন্তু চমৎকার লাগে। তবে কিছুদিন আগে আমি ফুলের চারা কিনতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে বরবটি শীম ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুল গুলোর পাপড়ি কম দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আবার রাত্রেবেলা এই ফুলগুলো ফুটে দিনের আলো পড়লে দুপুরবেলায় ফুলগুলো নষ্ট হয়ে যায়। তবে ফুলগুলো সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আর এই সময় কিন্তু বরবটি শীম গাছ অনেক দেখা যায়। কিছুদিন আগে নিজের সবজি বাগান থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে গাজানিয়া ফুলের ফটোগ্রাফি । এই ফুলগুলো খুব কম দেখা যায় আমাদের এদিকে। মাঝেমধ্যে নার্সারি বাগানে গেলেই ফুল গুলো দেখা যায়। যদিও এই ফুলগুলো কয়েক জাতের আছে। তবে ফুলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের পাপড়ি গুলো অসাধারণ। কিছুদিন আগে আমি একটি ভ্যান গাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো ফুলগুলো যেমন বড় তেমনি ফুল গুলো দেখতে চমৎকার লাগে। আর এই ফুল গুলোর কিন্তু সৌন্দর্য অসাধারণ। তবে কুমড়ো গাছ রোপন করলে অনেক সুবিধা হয়। মজার শাকসবজি এবং কুমড়ো ফুল সব কিছু মজা করে খাওয়া যায়। তবে কুমড়ো গাছগুলো হচ্ছে শীতকালীন সবজি গাছ। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে মরিচ ফুলের ফটোগ্রাফি। মরিচ ফুল গুলো সাদা তবে ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বর্তমানে কিন্তু হাইব্রিড যাতে মরিচ গাছগুলো সব জায়গাতে দেখা যায়। আর মরিচ ফুল কিন্তু আমাদের সবার খুব পরিচিত। আমাদের বাড়িতে আমি কয়েক জাতের মরিচ গাছ রোপন করেছি। আর ওইখান থেকে আমি এই মরিচ গাছের ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।










https://x.com/i/status/2011086686764380627
https://x.com/i/status/2010971724301680957