ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তোলা আরও কিছু ফটোগ্রাফি

in #photography7 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।


যাইহোক আজকে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তোলা আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে। তো প্রতি বছরই আমি চেষ্টা করি বাণিজ্য মেলায় যেতে। এই বছর আমি এবং আমার ওয়াইফ গিয়েছিলাম বাণিজ্য মেলায়। এবার বাণিজ্য মেলায় তুরস্কের তানতুনী ভাইরাল হয়েছে। তো সেই স্টলে গিয়েছিলাম তানতুনী খেতে। কিন্তু প্রচন্ড ভিড় থাকার কারণে শেষ পর্যন্ত তানতুনী খেতে পারিনি। তারপর অন্য একটি স্টলে গিয়ে লাঞ্চ করেছিলাম আমরা। লাঞ্চ শেষ করে অনেকক্ষণ ঘুরাঘুরি করেছিলাম। তাছাড়া ঘুরাঘুরি করার পাশাপাশি আমি চেষ্টা করেছিলাম ফাঁকে ফাঁকে কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_260121_113047_fa4.jpg

Notes_260121_113057_6be.jpg

Notes_260121_113054_e13.jpg

Notes_260121_113049_2e6.jpg

Notes_260121_113051_ed8.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২১.১.২০২৬
লোকেশনপূর্বাচল,ঢাকা,বাংলাদেশ