আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in #photography9 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।


যাইহোক আজকে আমি আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বাসা থেকে আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টে যেতে ৪০/৫০ মিনিট সময় লাগে। তাই মাঝেমধ্যে পরিবার নিয়ে সেখানে ঘুরতে যাওয়া হয়। কারণ সেই পার্কের পরিবেশটা খুবই সুন্দর। তাছাড়া সেখানে গেলে গ্রামীণ পরিবেশ উপভোগ করা যায়। তাছাড়া সেই পার্কে প্রচুর রাইড রয়েছে। বিশেষ করে বাচ্চাদের রাইড গুলো খুব ভালো লাগে। এছাড়া পুরো পার্কের বিভিন্ন জায়গায় প্রচুর গাছগাছালি রয়েছে। বিশেষ করে ফুলের গাছগুলো খুব সুন্দর লাগে। তাছাড়া সেই পার্কে মিনি চিড়িয়াখানা রয়েছে। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরাঘুরি করেছিলাম। তাছাড়া ঘুরাঘুরি করার পাশাপাশি আমি চেষ্টা করেছিলাম ফাঁকে ফাঁকে কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_260119_181913_939.jpg

Notes_260119_181921_f50.jpg

Notes_260119_181918_17f.jpg

Notes_260119_181916_d01.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৯.১.২০২৬
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

Posted using SteemMobile