তুলসী পাতার গুণ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
তুলসী গাছের সাথে আমরা সবাই পরিচিত, আর হিন্দু ধর্মে তো তুলসী গাছ দেবী রূপে পুজো করা হয় তাই চেনে না এমন কোন মানুষ নেই। তুলসী গাছ যেমন পূজো করা হয় তেমন প্রতিদিনের পুজোতে ও তুলসী গাছের পাতা ভগবানের চরণ এবং প্রসাদে দিতে লাগে। তুলসী গাছের মতো মহান গাছ মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। প্রচুর গুণে ভরপুর এই তুলসী গাছ। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তবে সেই বাড়ি একদম পবিত্র অনুভব হয় এবং তার সাথে বাড়ির পরিবেশ একদম পজিটিভিটিতে ভরে থাকে। তুলসী গাছ বাড়িতে থাকলে সেই বাড়ির চারপাশের অক্সিজেন সবসময় শুদ্ধ থাকে। তুলসী গাছ এমন একটি পবিত্র গাছ যা দেখলেই আমাদের মন ভালো হয়ে যায়। তুলসী গাছের আবার বিভিন্ন প্রকারভেদ আছে যেমন, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী, রাম তুলসী এবং লক্ষণ তুলসী। আমি সাধারণত এই চার প্রকার তুলসীর কথাই জানি। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আরও বিভিন্ন ধরনের তুলসীর নাম রয়েছে যেমন বন তুলসী, শ্বেত তুলসী, অমৃত তুলসী, লক্ষ্মী তুলসী ও লেবু তুলসী। রাধা তুলসী যা বেশিরভাগ মানুষের বাড়িতে পাওয়া যায় এবং আমরা পূজোতে ব্যবহার করে থাকি।
কৃষ্ণ তুলসী, রাম তুলসী এবং লক্ষণ তুলসী সচরাচর পূজোতে ব্যবহার করা হয় না তাই তেমন সবার বাড়িতে দেখা যায় না। কিছু কিছু মানুষ শখ করে সব ধরনের তুলসী গাছ বাড়িতে রোপন করে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় শুধুমাত্র রাধা তুলসী গাছ লাগিয়ে থাকে পুজোতে ব্যবহার করার জন্য। তবে এই তুলসীর পাতা যেমন উপকারী আর প্রচুর গুণে ভরপুর তেমন এই তুলসীর বীজেরও অনেক গুণ রয়েছে। কিন্তু এই তুলসী গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না, একটি গাছ লাগিয়ে রাখলে সেই গাছ থেকে বীজ হয়ে বাতাসের মাধ্যমেই ছড়িয়ে পড়ে চারিদিকে এবং প্রচুর তুলসী গাছে ভরে যায় চারিদিক। বিনা যত্নেই বাড়িতে সুন্দর ঔষধি তুলসী গাছ হয়ে যায়। এই শীতের সময় যদি প্রতিদিন পাঁচ থেকে দশটা পাতা চিবিয়ে খাওয়া যায় তবে ঠান্ডা লাগা সর্দি কাশি আমাদের থেকে একদম দূরে থাকে। আসলে আমি প্রতিদিন পাঁচ থেকে দশটা করে কৃষ্ণ তুলসী এবং রাধা তুলসী খেয়ে থাকি। কোনদিন সকালবেলা খালি পেটে আবার কোনদিন সময় না হলে একটু বেলার দিকে কয়েকটা তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিই। এখনো পর্যন্ত সৃষ্টিকর্তার কৃপায় আমার ঠান্ডা লাগেনি। তবে প্রতিবছর ঠান্ডা, গলা ব্যথা লেগে থাকতো।
তুলসী পাতার অনেক গুণ রয়েছে এবং আমাদের শরীরকে অনেক ভালো রাখার ক্ষমতা রয়েছে সেটা আগে জানা থাকলেও এ বছর আমি নিজে অভিজ্ঞতা করে জানতে পারলাম। তুলসী পাতা এমন একটি পাতা যা আমাদের শরীরের লক্ষ লক্ষ রোগ সমস্যা দূর করে দিতে পারে। আয়ুর্বেদিক শাস্ত্র মতে তুলসী পাতাকে "কুইন অফ হার্ব" বলা হয়। কারণ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে যেসব ভেষজ উপাদান প্রয়োজন হয় তার মধ্যে সবথেকে প্রধান এবং অন্যতম হলেও এই তুলসী পাতা। আসলে তুলসী পাতা এমন একটি জিনিস যা বিভিন্ন ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আমরা পুরনো যুগে মা ঠাকুমাদের দেখে থাকলে নিশ্চয়ই এটা খেয়াল করেছি যে তারা তুলসী পাতা বিভিন্ন কারণে ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহার করে থাকত। সর্দি কাশি হলে তুলসী পাতা বাচ্চাদের খাইয়ে দিত। আসলে তুলসী পাতা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে ভীষণভাবে সক্ষম। এছাড়াও আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে থাকে এই তুলসী পাতা। তাই হাজার হাজার টাকার ওষুধ না খেয়ে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এইসব ভেষজ ঔষধ যদি আমরা খেতে পারি তবে আমাদের শরীর সুন্দরভাবে সুস্থ থাকতে পারে।
আসলে প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে এবং প্রকৃতি আমাদের সুস্থ থাকার সকল ব্যবস্থাও প্রকৃতির মাঝেই করে রেখেছে কিন্তু আমরাই প্রাকৃতিক জিনিস ছেড়ে কৃত্রিম জিনিসের দিকে ছুটে চলেছি সহজ রাস্তা খুঁজে চলেছি। কিন্তু আমরা যদি একটু ভাবনা চিন্তা করে খাওয়া-দাওয়া করি এবং প্রকৃতির মাঝে থাকা সকল প্রাকৃতিক উপাদান কে গুরুত্ব দিয়ে প্রকৃতিতে উৎপন্ন স্বাভাবিক জিনিসগুলোই খাই তাহলে আমাদের জীবনে কখনো ওষুধপত্র খাওয়ার প্রয়োজন পড়বে না। আসলে প্রকৃতি যেমন আমাদের খিদে নিবারনের খাবার যোগান দেয় তেমন আমাদের রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ঔষধি গাছপালাও উৎপন্ন করে দেয়। শুধু আমাদের প্রয়োজন সেগুলোকে সংগ্রহ করে নিজের প্রয়োজনে ব্যবহার করা। এই তুলসী পাতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে খেতে পারি যার ফলে আমাদের শরীর সুন্দরভাবে উপকার পাবে এবং সুস্থ থাকবে। তুলসী পাতা দিয়ে অনেকেই চা বানিয়ে খায়, অনেকে আবার খালি পেটে তুলসী পাতা আর হলুদ বেটে খায়, তুলসী পাতা দিয়ে মধু খেয়ে থাকে এই শীতের সময় বহু মানুষ। আসলে এই তুলসী পাতা বিভিন্নভাবে খাওয়া যায় এবং এ তুলসীপাতার মতো বিভিন্ন প্রকৃতির ভেষজ উপাদানের সুন্দরভাবে লাভ তুলে দীর্ঘ বছর পর্যন্ত সুস্থ থাকা যায়।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।




তুলসী পাতার আসলেই অনেক গুণ রয়েছে। তাইতো অনেকের বাসায় তুলসীপাতা গাছ দেখা যায়। যাইহোক চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু। খুব ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।