শীতের মিষ্টি রোদের আলোতে তোলা কিছু ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৩ শে ডিসেম্বর, সোমবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হলো একটি আর্ট। ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। এখন যেহেতু বাইরে কোথাও সেরকম ভাবে যাওয়া হয় না সেজন্য বেশি ভাব সময় ফুলের ফটোগ্রাফি আমি শেয়ার করে থাকি। এখন শীতকাল। শীতকালে নানান রকম ফুলের দেখা পাওয়া যায়। আজকে শেয়ার করব কিছু ফুলের ফটোগ্রাফি। আচ্ছা আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর একটি হলুদ এবং কমলার কম্বিনেশনে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল অসংখ্য রঙের হয়ে থাকে। একেক রকম ফুল এক এক রকম সুন্দর্য প্রকাশ করে। গোলাপ ফুল কি আবার এক এক সময় এক এক প্রতীকে ব্যবহার করা হয়। যদিও আমার কাছে লাল এবং সাদা গোলাপ একটু বেশি ভালো লাগে। তারপরেও গোলাপ ফুলের বিভিন্ন রং রয়েছে যেগুলো দেখতেই খুবই মুগ্ধ করে। তার মধ্যে এই হলুদ গোলাপটি অন্যতম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে আমাদের সকলের প্রিয় কাঁটামুকুট ফুলের ফটোগ্রাফি। কখনো কখনো এই ফুল অনেক বড় হতে দেখা যায় আবার কখনো কখনো এরকম ছোট। এই ফুলেরও কয়েকটি জাত রয়েছে। এই ফুলের গাছের প্রতিটি শাখায় কাঁটা থাকার কারণে হয়তো এই ফুলের নাম কাঁটামুকুট ফুল। এই ফুলগুলোর মধ্যে আমাদের সৌন্দর্য লুকিয়ে। গাছ থেকে যখন ফুল ছিঁড়ে আলাদা করা হয় তখন এক ধরনের সাদা আঠানো পদার্থ বের হয়।ফুলগুলো বেশ সুন্দর।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে চমৎকার একটি ডালিম ফুলের ফটোগ্রাফি। ডালিম তো শীতকালীন ফল। কিছুদিন পরেই গাছে ডালিম ধরবে। ফুলগুলো বেশ সতেজ এবং সুন্দর। এটা আমাদের ছাদ থেকে তোলা। ছাদের উপর সুন্দর একটি ডালিম গাছ রয়েছে। যেই গাছে ফোটে অসংখ্য ডালিম ফুল। দেখতেও ভীষণ ভালো লাগে। আপনারা কে কে ডালিম পছন্দ করেন জানাবেন।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আরো একটি চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমাদের সকলের প্রিয় একটি ফুল গোলাপ ফুল। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা নিতান্তই কম। যেকোনো সুন্দর এবং শুভ কাজের ক্ষেত্রে অত্যাধিক সময় গোলাপ ফুল ব্যবহার করা হয়।
এগুলো কি ছিল ভীষণ সুন্দর লাল বর্ণের। টকটকে লাল নয় তবে অন্যরকম সৌন্দর্যে ভরপুর। এই গোলাপ গাছে যখন গোলাপ গুলো ফুটতে দেখা যায় তখন আরো বেশি ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে সকলের চেনাই একটি নয়নতারা ফুল। এই ফুল চেনেন না এরকম মানুষ খুব কম। এই ফুল চাষ করতে খুব একটা যত্নের প্রয়োজন হয় না। বলা যায় খুব কম যত্নেই পাওয়া যায় এই ফুল। প্রতিটি বাসার ছাদে, আগে নাকি অফিস আদালতে এই নয়নতারা ফুলের গাছ দেখা যাবেই। এটা খুবই পরিচিত এবং সৌন্দর্যে ভরপুর একটি ফুল।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে শীতকালীন পরিচিত এবং সকলে প্রিয় গাঁদা ফুলের ফটোগ্রাফি। এই ফুল কে একা এক অঞ্চল এক এক নামে ডাকা হয়। কেউ বলে কালি গাঁদা ফুল আবার কেউ বলে রক্ত গাঁদা ফুল। আমাদের এদিকে এসব নামেই সকলে জেনে থাকে। এই ফুল গুলো শুধুমাত্র শীতকালেই দেখা যায়। শীতকালীন এই ফুলগুলো মনোমুগ্ধকর।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১২ই ডিসেম্বর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14














ফটোগ্রাফি করতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আপনি কিন্তু শীতের সময় চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। এবং প্রতিটা ফুলের ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ওয়াও আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।