শীতের বিকেলের কিছু ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৭ শে নভেম্বর, বৃহস্পতিবার,২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
আজ অনেকদিন বাদে আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে আসলাম। নানান ব্যস্ততায় বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কোন পোস্ট আমার শেয়ার করা হয়নি। আজ একটু সময় পেলাম তাই আপনাদের সাথে আমার অতি পছন্দের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব বলে ভেবেছি। বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। চলুন তাহলে আমার ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলের সূর্য এবং প্রকৃতি। এখন তো শীতকাল চলে এসেছে। শীতের সময় সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি হয়। বিকেল হতে না হতে সন্ধ্যে চলে আসে। বাড়িতে গিয়ে একটু মাঠের মধ্যে গিয়েছিলাম। সেখানেই মিলে ছিল এরকম সুন্দর প্রকৃতির মেলা বন্ধন।বিকেল বেলায় সূর্য আস্তে আস্তে যাচ্ছিল আর এরকম টকটকে লাল বর্ণ ধারণ করেছিল। যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে ধানের গাছের ফটোগ্রাফি। এখানে ফটোগ্রাফি তে দেখা যাচ্ছে ধানের গাছে অনেকগুলো ধান। গ্রামে এ সময় নতুন ধান করে উঠানো হয়।আমরা সকলেই জানি যে হেমন্তকালে নতুন ধান ঘরে উঠানো হয়। মাঠের প্রায় সাবধান কৃষকেরা বাড়িতে নিয়ে গিয়েছে। আমার চোখে একটি মাত্র ধানক্ষেত পড়েছিল। সেখান থেকেই এই ধানের ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে ছোটদের খেলাধুলার মুহূর্ত। এই ফটোগ্রাফিটি দেখলে অনেকেরই নিজের শৈশবের কথা মনে পড়ে যাবে। আমারও মনে পড়ে যখন মাঠের সাবধান কেটে ফেলত। আমরা যখন সবাই মিলে মাঠে গিয়ে বিভিন্ন ধরনের খেলা করতাম। সেই শৈশব আজ কোথায় গেল! মাঠে গিয়ে দেখি কিছু ছোট ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে। ওদেরকে খেলতে দেখে ফিরে গিয়েছিলাম নিজের শৈশবে। ভালোলাগার মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে পাকা ধানের ফটোগ্রাফি। এখন তো ধান কাটা প্রায় শেষের দিকে। তাই মাঠে আর কোন ধার নেই।সোনালী ধান গুলো যখন সূর্যের আলোতে চিকমিক করে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। পড়ন্ত বিকেলের এক টুকরো সূর্য যখন এদিকে কিরণ ছড়িয়ে দিয়েছিল ধানগুলো যেন নিজের ডানা মেলে দিয়েছিল খোলা আকাশের নিচে।
ফটোগ্রাফি নং-৫

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে। পড়ন্ত বিকেলে সূর্য পাটে যাওয়ার দৃশ্য। এখানে দেখা যাচ্ছে সূর্য প্রায় পাটে চলে গিয়েছে। এখানে ফটোগ্রাফিটি আমি অন্যভাবে ধারণ করার চেষ্টা করেছি। কচি কলারা গাছের পাতার উপর দিয়ে সূর্যটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর চারিপাশের অন্ধকার প্রকৃতি যেন সূর্যটাকে আরো বেশি আকর্ষণীয় গড়ে তুলছিলো।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে প্রাকৃতিক দৃশ্য এবং ধানের ফটোগ্রাফি। এখানে কতগুলো কাঁচা ধান রয়েছে। এগুলো আর কয়েক দিনের মধ্যেই পাকতে শুরু করবে। সূর্যটা তখন প্রায় অস্ত্রে যাওয়ার পালা। চারিপাশে প্রকৃতি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমিও তখন এদিকেই তাকিয়ে উপভোগ করছিলাম পড়ন্ত বিকেলটাকে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৭ শে নভেম্বর, ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14













বাহ আপনি দেখছি বিকেলের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। আর শীতকালীন ফটোগ্রাফি গুলো এমনিতে চমৎকার হয়। ধৈর্য ধরে সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ওয়াও আপনি তো দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।