কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৩ শে আগস্ট, শনিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটি করে ফটোগ্রাফি পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকের রেনডম কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো শেয়ার করা যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে আকাশ এবং নদীর মিলনের একটি ফটোগ্রাফি। নদীর থেকে একভাবে তাকিয়ে থাকলে মনে হয় ওই বুঝি নদীর শেষ। যেখানে নদী মিশে গেছে আকাশের সাথে। এরকমটা মনে হয় কিন্তু আকাশেরও শেষ নেই নদীরও শেষ নেই। কিছুদিন আগেই ঘোড়ারঘাট থেকে এই ফটোগ্রাফি টি ক্যাপচার করেছিলাম। যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর ফটোগ্রাফি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে একটি সুন্দর চাঁদের ফটোগ্রাফি। রাতের আকাশে চাঁদ দেখতে কার না ভালো লাগে। চাঁদ যখন চারিপাশে জ্যোৎস্না ছড়িয়ে দেয় সেই মুহূর্তটা স্বপ্নের মত লাগে। মাঝে মাঝে চাঁদ আকাশে উঠলে তাকিয়ে তাকিয়ে ভীষণ ভালো লাগে। চাঁদ নিয়ে আর আলাদাভাবে কিছু বলার নেই।চাঁদ বাস্তবে দেখতে যেমন সুন্দর ফটোগ্রাফিতেও তেমনি সুন্দর।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে সন্ধ্যার আকাশে ভেসে থাকা মেঘের ফটোগ্রাফি। আকাশ দিয়ে যখন সাদা মেঘ ভেসে ভেসে যায় দেখতে ভারী সুন্দর লাগে। সূর্যের বিপরীতে তোলা হয়েছে বলে কিছুটা কালো দেখাচ্ছে। আমি যে সময় ফটোগ্রাফিটি করেছিলাম সে সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরকমভাবে মেঘ ভেসে যাচ্ছিল আকাশ দিয়ে। যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তখনই ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে রাতের বেলা শহরের রাস্তার ফটোগ্রাফি। রাতের বেলা শহরের রাস্তা দেখতে ভীষণ সুন্দর লাগে। যখন রাস্তার দুই ধারে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন হাইওয়ে রাস্তাগুলো দিয়ে রিকশা কিংবা বাইকে ঘুরতে ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে আপনাদের ব্যাপার বলতে পারব না। তবে আমার মনে হয় রাতের বেলায় শহরের রাস্তায় ঘুরতে অনেকেই পছন্দ করে। এটা রাতের ব্যস্ততম রাস্তার ফটোগ্রাফি। কুষ্টিয়া মহাসড়ক থেকে ক্যাপচার করা। রাতের বেলা রিকশায় চলে আসার সময় ছবিটি তুলেছিলাম।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আকাশ এবং প্রকৃতির সুন্দর একটি ফটোগ্রাফি। এরকম সুনীল আকাশ দেখতে কমবেশি সবাই পছন্দ করে। এই বিশাল আকাশের দিকে যতবার তাকায় ততবার যেন হারিয়ে যেতে ইচ্ছে করে। আকাশ যখন এই সুন্দর রং ধারণ করে তখন দেখতে খুব ভালো লাগে। যত পারি ফটোগ্রাফি করে রাখি। প্রকৃতির এই মেলা বন্ধনকে আমি ভীষণ পছন্দ করি।
ফটোগ্রাফি নং-৬
এই ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি। এ ফটোগ্রাফিটি বেশ কিছুদিন আগে নৌকা থেকে ক্যাপচার করেছিলাম। নৌকা ভ্রমণের কাহিনী আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি। সেদিন এরকম সুন্দর একটি বিকেল পেয়েছিলাম আমরা। যেখানে নৌকা আস্তে আস্তে যাচ্ছিল মোহনার দিকে এবং সূর্য আস্তে আস্তে পাটে যাচ্ছিল। সে দৃশ্যটা ছিল এতটাই সুন্দর যে ক্যামেরাবন্দি না করে পারলাম না। কথাটা সুন্দর সেটা আপনারা ফটোগ্রাফিতে দেখতেই পাচ্ছেন।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1959519624741163073?t=TcYxnEWJixUaROzDl7Y77w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1959520331095581176?t=X9Tbw6vzN3jU6GN4ogDnzg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1959520726836453679?t=HC3jAa6l7_EmquCX0c7fvQ&s=19
চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপু। দেখে মুগ্ধ হয়েছি আমি। আপনি অনেক দক্ষ হাতে ফটোগ্রাফি গুলো করেছেন। খুবই সুন্দর হয়েছে।
ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
এলোমেলো ফটোগ্রাফি গুলি এমনিতেই ভালো লাগে কারণ এই পোস্টগুলোতে ভিন্ন ভিন্ন দৃশ্যের ফটো দেখতে পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি পোস্টটি অসম্ভব সুন্দর হয়েছে।
আমার কাছেও প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি।
এই ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। চমৎকার এরূপ প্রশংসনীয় মন্তব্য পেয়ে সত্যি খুশি হলাম আপু। আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোন কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। যে কোনো কিছুর ফটোগ্রাফি না করলে অন্যরকম লাগে এখন। আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।
খুব সুন্দর হয়েছে আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এর মধ্যে প্রথমেই আপনি যে চমৎকার প্রাকৃতিক বিষয়ের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টটির মাধ্যমে আপু।আপনি দারুন ফটোগ্রাফি করেন।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকে আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু, আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন, তা আপনার ছবি দেখলেই বোঝা যায়। বিশেষ করে পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে।