কয়েকটি খাবারের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৯ শে ডিসেম্বর, সোমবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি করা হলো একটি আর্ট। আমি ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। আমি আপনাদের সাথে সবসময় প্রকৃতি এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেও আজ শেয়ার করব খাবারের ফটোগ্রাফি। আজকের প্রথমবার আমি খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার মুহূর্তে খাওয়া দাওয়া এবং বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি। তবে ফটোগ্রাফি হিসেবে খাবার দাবার কখনো শেয়ার করা হয়নি। আজকের প্রথম শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে আমার খুবই পছন্দের একটি খাবার নাচোস। আমি যখন ছোট ছিলাম ক্লাস ফাইভে তখন আমি প্রথম নাচোস খেয়েছিলাম। সেদিনের পর থেকেই আমার নাচোস খুব পছন্দ। রেস্টুরেন্টে গেলে বেশিরভাগ সময় আমি নাচোস অর্ডার করে থাকে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে আরো একটি পছন্দের খাবার। এ খাবারটি ছেলে-মেয়ে উভয়েই পছন্দ করে। যদিও মেয়েরা একটু বেশি পছন্দ করে। এটা হলো আমাদের সকলের প্রিয় ফুচকার ফটোগ্রাফি। ফুচকা আমার পছন্দের। তবে যে খুব পছন্দ করি সেটা নয়। আমার কাছে বরাবর চাইনিজ খাবার বেশি ভালো লাগে। মাঝে মাঝে ফুচকা খেতেও ভীষণ ইচ্ছে করে। এটি কিছুদিন আগেই খেয়েছিলাম। সেটি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে ডিমের কোরমার ফটোগ্রাফি। আমি এই প্রথমবার মতো ডিমের কোরমা খেয়েছিলাম। আমাদের মেসে একটা পিকনিক করা হয়েছিল। সেখানে এক বড় আপু এই কোরমা রেসিপিটি রান্না করেছিল। আগে শুনেছিলাম ডিমের করবা নাকি খেতে ভীষণ সুস্বাদু তবে সেদিন খেয়ে বুঝলাম আসলেই কতটা মজাদার। আমি ভেবেছি একদিন ডিমের কোরমা তৈরি করব। ডিম আমার অনেক পছন্দ। ডিম দিয়ে তৈরি যে কোন খাবার আমার খুব ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে পিজার।পিজ্জা পছন্দ করেন এরকম মানুষ খুব কম। বিশেষ করে আমার মত যারা বাইরের খাবার পছন্দ করে। পছন্দের তালিকায় ভালোলাগার খাবারগুলোর মধ্যে এটা অন্যতম। যদিও অনেক দিন খাওয়া হয়না। আজকে ফটোগ্রাফিটি দেখে খেতে ইচ্ছে করছে।
ফটোগ্রাফি নং-৫
এটা হল আমার আরেকটি পছন্দের খাবার চিংড়ি মাছ। চিংড়ি মাছের ঝাল। যদিও চিংড়ি মাছের মালাইকারি করার কথা ছিল। নারিকেল না পাওয়ায় চিংড়ি মাছের ঝাল করা হয়েছিল। এ রান্নাটিও ভীষণ মজাদার হয়েছিল। চিংড়ি মাছ আমার খুব পছন্দ। চিংড়ি মাছ ভাজি থেকে শুরু করে রান্না সবাই আমার ভালো লাগে। আপু খুব যত্ন করে এই রেসিপিটি তৈরি করেছিল। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সবথেকে কমন এবং পছন্দের চাইনিজ খাবার চাওমিন। চাওমিন আমরা অনেকেই পছন্দ করি। যদিও এটাকে আমরা নুডুলস হিসেবে রান্না করে প্রায় খেয়ে থাকি।তবে রেস্টুরেন্টের চাওমিন খাওয়ার মজাই আলাদা। আমি রেস্টুরেন্টে গেলে এ ধরনের খাবার ট্রাই করে থাকি। তবে সব সময় ছবি তোলা সম্ভব হয়ে ওঠে না। এটা অনেকদিন আগের ছবি।কয়েক দিন ধরে ভাবছি চাওমিন খেতে যাব। চাওমিন আমার অনেক পছন্দের খাবার গুলোর মধ্যে অন্যতম। আজ এই পর্যন্তই।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14














খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে খাওয়ার জন্য খুবই লোভ লাগে। ডিমের কোরমা আমারও খুব পছন্দের। আর চিংড়ি মাছের ঝোলের ফটোগ্রাফি টা দেখেও আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ওয়াও আপু আপনি অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো খাবারের ফটোগ্রাফি দারুণ হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।