বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে আনন্দ মুহূর্তে

in #photography3 years ago (edited)

IMG_20220114_170621.jpg

আশাকরি আপনারা সকলেই ভাল আছেন আলহামদুলিল্ল আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি ধান আমি আজ
বিকেলে ঘুরতে গিয়ে ছিলাম একটি বাজারে । আমি বাজারে যাওয়ার পথে আমি দেখতে পেলাম একটি লোক রাস্তার পাশে অনেক গুলো মাছ নিয়ে রাস্তার পাশে বসে আছে। আমি মাছের কয়েকটি ছবি তুলেছিলাম আমার মোবাইলের মাধ্যমে।

IMG_20220114_170616.jpg

আমি আমার বন্ধুদেরকে নিয়ে বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি আমার অফিসের কাছে আমি চলে আসলাম। আমি আমার অফিসের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। তারপর আমরা আলাপ আলোচনা শেষ করে আমরা সবাই নিজ বাসায় চলে আসার রুয়ানা যে দিলাম। আমি বাজার থেকে হেঁটে হেঁটে বাসায় আসার পথে অল্প কিছু মাছ এবং অন্যান্য আনাইজ ও তরকারি এনেছিলাম।

IMG_20220114_170616.jpg

IMG_20220114_170621.jpg

IMG_20220114_170616.jpg

IMG_20220114_170614.jpg

IMG_20220114_170558.jpg