ফটোগ্রাফি পোস্টঃ বিভিন্ন ধরনের ফলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। প্রতি সপ্তাহের ন্যায় আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজও একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে এসেছি। এই ফটোগ্রাফিগুলো করেছিলাম ফুটপাতের বিভিন্ন দোকান থেকে। আজকের শেয়ার করা ফটোগ্রাফি হলো বিভিন্ন ধরনের ফলের। যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তাহলে বন্ধুরা, আসুন দেখে নেয়া যাক আমার আজকের ফটোগ্রাফি গুলো।

প্রথম ফটোগ্রাফি

pf6.jpg

সেইদিন ফুটপাতে দেখলাম বিভিন্ন দেশীয় ফল বিক্রি হচ্ছে। সাথেই দেখলাম এই মেস্তাফলও বিক্রি হচ্ছে। তবে আজকাল সকলেই এই ফ্ল রোজেলা নামেই বেশি চিনে। এন্টিওক্সিডেন্ট এ ভরপুর এই ফল একপ্রকার উপগুল্ম জাতীয় উদ্ভিদের ফল।পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিক চাষ করা হয় এর উপকারীগুণের জন্য। রোজেলা চা রক্তচাপ কমাতে সাহায্য করে। এর অ্যান্থোসায়ানিন যৌগ রক্তনালীর কার্যকারিতা বাড়ায় এবং হার্টকে সুস্থ রাখে।হজমশক্তি বৃদ্ধি ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও এই চা বেশ উপকারী। রোজেলার তৈরি জেম, জেলী খেতে দারুন লাগে।

দ্বিতীয় ফটোগ্রাফি

pf5.jpg

বড়ই এর এই ফটোগ্রাফিটিও করেছিলাম এক ফল বিক্রেতার। বাজার এখন দেশী বড়ই পাওয়া যাচ্ছে তবে খুবই কম। বড়ই (কুল) ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। অনিদ্রা ও দুশ্চিন্তা কমায় বেশ কার্যকর এই বড়ই। হাড় মজবুত করে এবং রক্তশূন্যতা ও ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে এই বড়ই। বড়ইতে রয়েছে প্রচুর ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন যা ত্বক সতেজ রাখতেকার্যকর।

তৃতীয় ফটোগ্রাফি

pf4.jpg

ড্রাগন ফল এক ধরনের ক্যাকটাস প্রজাতির মিষ্টি ও রসালো ফল। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবারে ভরপুর একটি "সুপারফুড", যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্বাস্থ্যের জন্য উপকারী। মধ্য আমেরিকা এর আদি নিবাস হলেও এখন এশিয়া, দক্ষিণ আমেরিকা ও অন্যান্য উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এর চাষ হয় এবং বাংলাদেশেও এটি বেশ জনপ্রিয়। আজকাল প্রতিটি ছাঁদ বাগানেই ড্রাগন ফলের চাষ দেখা যায়।

চতুর্থ ফটোগ্রাফি

pf3.jpg

পেয়ারা পুষ্টিকর, সহজলভ্য গ্রীষ্মমন্ডলীয় ফল। যা ভিটামিন C, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এটি হৃদরোগ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। হজমে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে পেটের সমস্যা থাকলে বা কিডনির রোগে আক্রান্তদের সতর্কতার সাথে খাওয়া উচিত। কারণ পেয়ারায় পটাশিয়াম ও ফাইবার থাকে।

পঞ্চম ফটোগ্রাফি

pf2.jpg

আজকাল ভুটা পুড়িয়ে বিক্রি করে শহরের বিভিন্ন স্থানে। পুড়িয়ে সামান্য লবন ছড়িয়ে দিলে খেতে দারুন লাগে । তবে ভুট্টা দিয়ে তৈরি করা হয় কর্ণ ফ্লাওয়ার যা রান্নার কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফিড তৈরিতেও ভুট্টা বেশ ব্যবহার করা হয়। ভুট্টায় থাকা বিভিন্ন ধরনের ভিটামিন্স ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
পোস্ট তৈরি@selina 75
তারিখ২১ শে ডিসেম্বর ,২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 4 days ago 

ওয়াও আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা ফলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো।বিশেষ করে ড্রাগন ফলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 4 days ago 

আজকে আপনি মজার কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফলের ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু অনেক ভালো লাগলো। আপনি কিন্তু এমনিতে দক্ষতার সাথে ফটোগ্রাফি করে থাকেন। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।