"চমৎকার কিছু আকাশের ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

আকাশের ফটোগ্রাফিঃ


4617.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে সব সময়ই ভালো লাগে আমার। আমার চোখে যা কিছু ভালো লাগে তাই আমি মোবাইলে বন্দী করে রাখি।সবুজ প্রকৃতি আমার যেমন ভালো লাগে ঠিক তেমনি ভালো লাগে নীল আকাশ।খোলা আকাশের দিকে তাকালে মনটা বিশাল হয়।

4618.jpg

আমি যখন যেখানে যাই ভালো লাগা সব কিছুর ফটোগ্রাফি করে থাকি।বেশ কিছুদিন আগে পুজোর ছুটিতে বাড়িতে যাওয়ার সময় আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম।আকাশের দিকে তাকিয়ে থাকলে মনটা প্রশান্তিতে ভরে উঠে।সুন্দর আকাশ মনকে বড় করে তোলে।

4504.jpg

সময়টা শরৎকাল।তাই আকাশ ছিল স্বচ্ছ ও নীল।নীল আকাশে সাদা মেঘের ভেলা।এতো চমৎকার আকাশের দিকে তাকালে মন ভালো হয়ে যায়।

4505.jpg

4502.jpg

4503.jpg

আজকের ফটোগ্রাফি গুলো আমি আমার ভালো লাগা থেকে শেয়ার করে নিলাম। আশাকরি আপনাদের কাছে আজকের এই ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

4501.jpg

4500.jpg

আজ আর নয়।আজকের ফটোগ্রাফি গুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তবেই আমার সার্থকতা।ভালো থাকবেন সবাই।আবার দেখা হবে অন্য কোন পোস্টে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 2 months ago 

ওয়াও আপনি তো দারুন দারুন আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।