"আমার রান্না করা বিভিন্ন খাবারের ফটোগ্রাফি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
আমার রান্না করা বিভিন্ন খাবারের ফটোগ্রাফিঃ
প্রথম ফটোগ্রাফিটি ডিমের রেসিপি।ডিম দিয়ে যেকোনো রেসিপি আমার ভীষণ পছন্দ।ডিম আর আলু দিয়ে ভুনা এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আজ আপনাদের মাঝে রেসিপিটির ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।আশা করছি ফটোগ্রাফিটি দেখে আপনাদের কাছে ও ভালো লেগেছে।
এরপরের ফটোগ্রাফিটি মুড়িঘণ্ট।রুই অথবা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে।আর যেহেতু বড় কাতলা মাছ আনা হয়েছিল বাসায় তাই মুড়িঘণ্ট করে নিতে সহজ হয়ে গিয়েছিল।মুড়িঘণ্ট খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
এই রেসিপিটি আমার খুবই পছন্দের রেসিপি।শুঁটকি মাছের ভুনা রেসিপি।এই রেসিপিটি খুবই মজা হয়েছিল। তাইতো ফটোগ্রাফি করে নিয়েছিলাম।আর আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
মুরগির রোস্ট কার কার পছন্দ? সাদা পোলাও রান্না করলে চিকেন রোস্ট করতেই হয়।বড় থেকে বাচ্চারা সবাই রোস্ট খেতে পছন্দ করেন।আর আমার হাতের রান্না রোস্ট রেস্টুরেন্টকেও হার মানায়।এটা আমার ছেলের মতামত।
দুপুর কিংবা রাতে খাবার খাওয়ার পর মিষ্টি কিছু খেতেই হয় আমার হাসবেন্ডের।তার পছন্দের ডিমের পুডিং তৈরি করেছিলাম।যদিও আমি মিষ্টি খাবার খুব একটা পছন্দ করিনা।তাই বাসার সবাই খেয়ে নিয়েছিল।
এরপরের ফটোগ্রাফিটি ছোট মাছের।হাসবেন্ড বাজারে গেলে কাচকি মাছ আনবেই।আর শীতের টমেটো দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়।ছোট মাছ আমিও পছন্দ করি।ছোট মাছ চোখের জন্য দারুন উপকারী আর খেতেও সুস্বাদু।
শীতের সবজি দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে।আর শীতের সবজির মধ্যে শিম আমার খুবই পছন্দ।তাই শিম দিয়ে মাছের রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম।আপনাদের জন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম।কেমন লাগলো আমার রান্না করা বিভিন্ন খাবারের ফটোগ্রাফি গুলো? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ আর নয়।আজকের ফটোগ্রাফি গুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তবেই আমার সার্থকতা।ভালো থাকবেন সবাই।আবার দেখা হবে অন্য কোন পোস্টে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।









