ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
জিনিয়া ফুলের ফটোগ্রাফি
আমাদের সবারই খুব পরিচিত এবং অনেক কিছু পছন্দের একটা ফুল হচ্ছে জিনিয়া ফুল। বিশেষ করে আমার কাছে তো খুবই ভালো লাগে জিনিয়া ফুল গুলো। জিনিয়া ফুলের সৌন্দর্য হয়ে থাকে অনেক বেশি দারুণ। জিনিয়া ফুল অনেক কালারের হয়ে থাকে। আর আমার কাছে সব কালারের জিনিয়া ফুল গুলো ভালো লাগে। কিন্তু আজকে আমি গোলাপি কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। এই ফুলগুলো ছোট্ট হলেও দেখতে অনেক বেশি সুন্দর। কয়েকদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম আমি। ওখানে এই জিনিয়া ফুল টা দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
কাঁকরোল ফুলের ফটোগ্রাফি
এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে একটা কাঁকরোল ফুলের ফটোগ্রাফি। কাঁকরোল অনেকেরই খুব পছন্দের একটা সবজি। আমার নিজের কাছেও কাঁকরোল খেতে অনেক ভালো লাগে। তবে রান্না করে খাওয়ার থেকে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে কাঁকরোল ভর্তা খেতে। কাঁকরোল ভর্তা করলে এত বেশি মজাদার হয় যে, বলে বোঝানো যাবে না। কাঁকরোল ফুলগুলো সাদা কালারের হয়ে থাকে। আর ভেতরের কিছুটা অংশ হয়ে থাকে হলুদ। এই দুই কালার মিলিয়ে ফুলগুলো দেখতে এতটা সুন্দর হয় যে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার এক আত্মীয়ের বাড়িতে এই কাঁকরোল ফুল দেখে আমি ফটোগ্রাফি করেছি।
সমুদ্রের ফটোগ্রাফি
সমুদ্র পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল হবে। সাগর পাড়ে ঘুরতে যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরকম সুন্দর খোলা পরিবেশে ঘুরতে গেলে মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। আমরা কিন্তু সব সময় বিভিন্ন কাজের মধ্যেই ব্যস্ত থাকি। তবে মাঝেমধ্যে এভাবে ঘুরতে গেলে মন মাইন্ড একদম ফ্রেশ এবং খুব ভালো হয়ে যায়। আমি তো প্রায় সময় আমার হাসবেন্ডের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে থাকে। কয়েকদিন আগে ঠিক তেমনি ভাবে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওখানকার এই সুন্দর দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
আমার খুবই প্রিয় একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপের সৌন্দর্য আমার কাছে এত বেশি ভালো লাগে যে বলে বোঝানো সম্ভব হবে না। সুন্দর সুন্দর কালারের গোলাপ ফুল গুলো সব সময় আমাকে খুবই মুগ্ধ করে থাকে। আজকে আমি অনেক সুন্দর দেখতে একটা খয়রি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। এই গোলাপ ফুল টা কালো খয়রি কালারের ছিল। যার কারণে দেখতেও অনেক বেশী সুন্দর লাগছিল। আর এই ফুলের উপরে বৃষ্টির ফোঁটা পড়ে থাকায় দেখতেও ভালো লাগছিল। আমি এই সুন্দর ফটোগ্রাফিটা একটা নার্সারি থেকে করেছিলাম আরো কয়েকদিন আগে। আশা করি আপনাদের খুব পছন্দ হবে এই ফুলের ফটোগ্রাফি।
গাঁদা ফুলের ফটোগ্রাফি
আমাদের সবারই অনেক পরিচিত একটা ফুল হচ্ছে গাঁদা। আর এই ফুলটা কিন্তু খুব সবার অনেক বেশি পছন্দের। আমার কাছে গাঁদা ফুল দেখতে খুব ভালো লাগে। গাঁদা ফুল গুলো আকৃতিতে অনেকটা বড় হয়ে থাকে। তবে ছোট জাতের গাঁদা ফুলও রয়েছে। সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়। এছাড়াও গাঁদা ফুল বেশ কয়েক কালারের হয়ে থাকে। আমি তো আজকে কমলা কালারের গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। আমার কাছে গাঁদা ফুলের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগে। এই ফুলের ঘ্রাণটা এত বেশি সুন্দর যে মুগ্ধ হয়ে যাই। আশা করছি আপনাদের সবার আমার এই গাঁদা ফুলের ফটোগ্রাফি খুব পছন্দ হবে।
ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি
এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। ঢেঁড়স এমন একটা সবজি যেটা সবাই খুবই পছন্দ করে খেতে। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। ঢেঁড়স যদি ভাজি করা হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। এই ফুলগুলো কম বেশি সবাইকে খুবই মুগ্ধ করে থাকি। আমাদের ছাদের উপরে বেশ কয়েকটা ঢেঁড়স গাছ ছিল। আর সেই গাছগুলোতে ঢেঁড়স ধরার আগে সব সময় ফুল ধরত। আমি যখন এই সুন্দর ফুল দেখি তখনই সুন্দর করে ফটোগ্রাফি করে ফেলেছি। আশা করছি আমার সবগুলো ফটোগ্রাফি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
device : Redme note 9
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।








