ধান মাড়াইয়ের মেশিন
কৃষক যখোন, চাষ করার পর মাঠ থেকে ধান অানার পর অতি অল্প সময়ের মধ্যে এই ধান মাড়াই করা যাই।এটা পরিবারের যে কেও এই মেশিন দিয়ে ধান মাড়াই করতে পারে।এই মেশিন পা দানি দিয়ে মাড়াই করতে হতো,কিন্তু বর্তমান পাওয়ার টিলার,সেলো মেসি,বা মোটোরের সাহাজ্যে খুব সহজ্যেই কাজটি করা সম্ভব হচ্ছে।
প্রতিটি চাষী বাড়িতে এই প্রকৃয়া ব্যবহার করা হচ্ছে।এই মেশিন ভাড়া দেওয়াও হই, এতে বাড়তি কিছু আয় করা যাই।এই ছবিগুলা আমাদের বাড়িতে ধান মাড়াই চলতেছিলো সেখান থেকেই ছবি তোলা।