Pizza @ melt town
Location : Melt Town ,Dhanmondi
ফুডব্যাংকে অনেক রিভিউ দেখে গিয়েছিলাম তাদের চিকেন তান্দুরি পিজা আর Blizzard Station খেতে।
চিকেন তান্দুরি পিজা 399 টাকা+
দাম দেখে মনে করেছিলাম ছোট্ট একটা পিজা আনবে কোনো রকম চিজ টিজ মেরে । বাট আনার পরে দেখলাম পিজা 10 ইঞ্চি আর চিকেন আর চিজের এক বিশাল সমারোহ। খেতেও দাম অনুযায়ী বেশ ভালো । যদিও স্পাইস টা কম লেগেছে কিন্তু তাদের চিলি সসটা দিয়ে খেলে পুরাই পারফেক্ট ।
Blizzard Station. 199 টাকা+
এই গরমে উপরে আইস ক্রিম এর বিশাল এক দলা দেওয়া সেকটা চুমুক দিয়েই প্রাণ টা জুড়িয়ে গেছে
Environment : 8/10
Service: 8/10
That looks pretty freaking delicious