pizza👌👌
সন্ধ্যায় খিদা লাগার সাথে মনে হলো pizza খেতে হবে। খেতে হবে মানে খেতেই হবে।।। but গিয়ে খাওয়ার উপায় নাই তাই home deliveryr আশ্রয় নিতে হবে। দিলাম mirpur pizza hut এ ফোন.... কিন্তু হৃদয় ভেঙে চুরচুর করে দিয়ে ওরা বলল সেনপাড়া এ ওরা home delivery দেয় না
....কি আর করা fridge থেকে বাসি fried rice গরম করেই খেলাম, কিন্তু pizza আর মাথা থেকে নামে না! এদিকে ছেলের ও পিজ্জার জন্য মন খারাপ। তাই আরেকবার চেষ্টা করলাম.... এবার try করলাম mirpur pizza inn ....এবং তারা সেনপাড়া বাসি কে home delivery দেয়ার মত যোগ্য মনে করে ... আমি order করেছিলাম ওদের crazy offer(home delivery তে ওদের আরো কিছু offer আছে... ফোন করে জেনে নিতে পারবেন)
Place: Pizza inn mirpur
Locaion:mirpur 1(sony cinema hall এর পাশে)
Crazy offer এ পাবেন 2ta medium pizza(pizza choose করে নিতে পারবেন) এবং 4ta pepsi
আমি নিয়েছিলাম chicken Alfredo pizza and pepperoni pizza(ওদের chicken tandoori pizza ও আমার খুব ভালো লাগে)
Price:1264 tk
Taste:10/10(এর আগে কখনো 10/10 দেয়ার মত মজা লাগে নি but আজকে seriously পিজ্জার crust থেকে শুরু করে সব ই খুব ভালো ছিল)
Service: 10/10....ওরা 1hr time নিয়েছিল but 40mins এ delivery দিয়ে গেছে