পিজজা খাওয়ার জন্য রোকনস ফুডে একদিন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৩ ই অক্টোবর ২০২৫ ইং
রংপুর শহরের খামার মোড়ের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছে একটি ছোট কিন্তু মনোমুগ্ধকর রেস্টুরেন্ট রোকনস ফুড। শহরের মানুষদের কাছে এটি এখন কেবল একটি খাবারের দোকান নয়, বরং একটি প্রিয় আড্ডার জায়গা, যেখানে হাসি আনন্দ আর স্বাদের মেলবন্ধন ঘটে প্রতিদিন। আমাদের জন্য সেদিন ছিল এক রোদেলা বিকেল। কলেজের বন্ধুদের সাথে একটু আড্ডা আর খাবার খাওয়ার পরিকল্পনা করেছিলাম। অনেক ভেবেচিন্তে অবশেষে ঠিক করলাম আজকে চল রোকনস ফুডে যাই। নামটা শুনেছি অনেকবার, কিন্তু স্বাদ নেওয়া হয়নি কখনো। রিকশা থামলো খামার মোড়ে, আর দূর থেকেই চোখে পড়লো রোকনস ফুডের উজ্জ্বল সাইনবোর্ড।
ভেতরে ঢুকতেই একদম অন্যরকম অনুভূতি। বাতাসে হালকা কফির গন্ধ, চারপাশে ঝকঝকে টেবিল আর বন্ধুসুলভ স্টাফদের হাসিমুখ মনে হলো, এই তো জায়গাটা ঠিক। আমরা জানালার পাশে একটা টেবিল বেছে বসলাম।মেনু খুলতেই চোখ উপরে উঠে গেল। কেক, বার্গার, স্যান্ডউইচ, পাস্তা, ফ্রাইড চিকেন, আর অবশ্যই নানা ধরণের পিজজা। পিজজার নামগুলোই এমন যে বেছে নেওয়া কঠিন চিকেন সুপ্রিম, বিফ লাভার, পেপারোনি, চিজ এক্সপ্লোশন সবই আকর্ষণীয়। শেষ পর্যন্ত আমরা অর্ডার দিলাম একটি চিকেন চিজ পিজজা, সাথে কিছু চিকেন বার্গার এবং ঠান্ডা কফি ফ্রাপ্পে।
অর্ডারের কিছুক্ষণ পরেই খাবার টেবিলে এলো, আর সেই মুহূর্তটাই ছিল স্বাদের শুরুর ঘণ্টা। পিজজার গন্ধে যেন পুরো রেস্টুরেন্ট ভরে গেল। প্রথম কামড়েই মনে হলো চিজ, সস, আর চিকেনের মিশ্রণটা একেবারে নিখুঁত। প্রতিটি স্লাইস ছিল নরম, গরম আর সুস্বাদু। বন্ধুরা সবাই একসাথে হাসতে হাসতে খাচ্ছিল, যেন ছোটবেলার মতো আনন্দের উৎসব।বার্গারগুলোও ছিল অসাধারণ ভেতরে রসালো চিকেন প্যাটি, উপরে গলে যাওয়া চিজ আর পাশে ফ্রেঞ্চ ফ্রাই। ঠান্ডা কফির প্রতিটি চুমুকে সেই খাবারের পরিপূর্ণতা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল।
খাওয়া শেষে আমরা ভাবলাম, একটু মিষ্টি কিছু খাওয়া যাক। তাই কেক কাউন্টারে গেলাম। সেখানে নানা রঙের কেক সাজানো চকলেট, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট, কফি কেক, এমনকি কাস্টম অর্ডারেও তৈরি করে দেয়। আমরা নিলাম চকলেট মুস কেক। এক কামড়েই মনে হলো যেন মুখে গলে গেলো স্বর্গের মিষ্টতা।রোকনস ফুডের সার্ভিসও বেশ প্রশংসনীয়। স্টাফরা খুবই ভদ্র, অর্ডার নিতে ও সার্ভ করতে সময় নেয় না, আর পরিবেশটা পরিষ্কার ও আরামদায়ক।
শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই অন্যরকম।শহরের ভেতর এমন একটা জায়গা যেখানে একসাথে বন্ধুদের সাথে আড্ডা, ভালো খাবার আর মিষ্টি স্মৃতি তৈরি করা যায় সেটা নিশ্চয়ই রোকনস ফুড।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness









🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
X promotion
Reply tweet
https://x.com/Riyadx2P/status/1981383992273490066?s=19
https://x.com/Riyadx2P/status/1981384429110218756?s=19
https://x.com/Riyadx2P/status/1981384882145439815?s=19
Quite tweet