গরম গরম পিৎজা খেতে ডোমিনোজে যাওয়া।

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে গরম গরম পিৎজা খেতে যাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই জানো যে আমি পিৎজা সে তো অনেক বেশি ভালোবাসি। মাঝে মাঝেই এই খাবার খাওয়া নিয়ে তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করে থাকি। আসলে পিৎজার টেস্ট আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আর ডমিনোস এর পিৎজা আমার সবসময় পছন্দের তালিকার উপরে থাকে। আজ সন্ধ্যার সময় দুই বন্ধুকে সাথে নিয়ে গেছিলাম ডমিনোজে । আসলে আমার দুই প্রিয় বন্ধু সৌরভ এবং মিহিরকে কে সাথে নিয়ে আমি গেছিলাম এখানে। আসলে তাদেরকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল আমার সেই কারণেই নিয়ে গেছিলাম ডমিনোজে। এই খাবার আমার যেমন প্রিয় ছিল আমার বন্ধুদেরও তেমন প্রিয় ছিল। সবার মতের মিল হওয়ার কারণেই এইখানে যা হয়েছিল আর কি। যাইহোক, এখানে যাওয়ার পর প্রথমে পিজ্জা সিলেকশন শুরু হয় আমাদের। আমরা আসলে তিনজন বন্ধু মিলে দুটো পিজ্জা অর্ডার করেছিলাম।

20241224_191751.jpg

20241224_191748.jpg

20241224_191745.jpg

এখন পকেটের অবস্থা খুব বেশি ভালো না । টাকা পয়সা কাছে কিছু নেই তাই জন্য দুটো পিজ্জা কিনে তিনজনে শেয়ার করে খেতে চেয়েছিলাম। আর যেহেতু ট্রিট আমি দিয়েছিলাম তাই পুরো টাকাটা আমারই দেওয়া লেগেছিল। আর বন্ধুরা আমার পকেটের অবস্থা বুঝে এই ট্রিটেই রাজি হয়ে যায়। যাই হোক, তারপর তিন বন্ধু মিলে এই দুটো পিজ্জা ভাগ করে খাই । আসলে শেয়ার করে খাওয়ার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। এটা যারা করে তারাই বুঝতে পারে। পিজ্জার টেস্ট ভালোই ছিল। তিন বন্ধু মিলে অনেকটা সময় সেখানে গল্প করার সুযোগ হয় আর আস্তে আস্তে খাওয়া হয় । এভাবে পুরো সন্ধ্যার সময় টা বেশ ভালোভাবে কাটে আমাদের।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি তো পিৎজা খেতে ভীষণ পছন্দ করেন। আগে ও দেখেছি বাসায় বসে অর্ডার করতেন।এবার তিন বন্ধু মিলে ডোমিনোজে পিৎজা খেতে গেলেন।আপনি ই ট্রিট দিলেন।পকেট খারাপ তাই দুটো পিৎজা অর্ডার করলেন।আসলে শেয়ার করে খাবার খাওয়ার মাঝে আনন্দ আছে।আপনার অনুভুতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। তিন বন্ধু মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন।ধন্যবাদ জানাই অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

ডোমিনোজ পিজ্জা আমার অন্যতম পছন্দের একটি খাবার। দারুন সুন্দর হবে ডোমেনোজে পিজ্জা খেয়েছো দেখে ভালো লাগছে। আসলে পিজ্জা মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। আর তা যদি ডমিনোজ এর মত জায়গায় হয় তবে তো কথাই নেই।

 last year 

গরম গরম পিৎজা খেতে ডোমিনোজে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি পিৎজা খেতে পছন্দ করেন, আসলে আমিও পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করি। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ