ব্যালকনিতে বৃক্ষরোপণ অভিযান
নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ,আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আমার আজকের পোস্টটির মূল বিষয়বস্তু হলো বৃক্ষরোপণ। টুকটাক গাছ লাগাতে আমরা সকলেই খুব পছন্দ করি। বিভিন্ন ধরনের ফুলের গাছ ,বাড়ির সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি করে। তবে আজকে আমি কোন ফুলের গাছ লাগাইনি, তবে খুবই উপকারী ঘৃতকুমারী গাছ লাগিয়েছি।
আমরা সকলেই জানি, ঘৃতকুমারী অনেক উপকারী একটি গাছ। এই পাতার রস যকৃতের জন্য খুবই উপকারী। এছাড়া এটি ত্বকের জন্যও খুবই উপকারী, যেমন - ব্রণ বা যেকোনো ধরনের দাগ সারাতে অ্যালোভেরা খুবই কার্যকরী।
শুরুতেই বাড়ির পাশের,একটি ছোটখাটো নার্সারিতে গিয়ে, সেখান থেকে চারটি টব আর কিছু পরিমাণ মাটি কিনে নিয়ে এসেছিলাম।
তারপর টব গুলোকে নিয়ে এসে ব্যলকনিতে পরপর করে সাজিয়ে নিয়ে সেগুলির মধ্যে বেশ কিছুটা করে মাটি দিয়ে দিয়েছিলাম।
এবার চারটি টবের মধ্যে ,দুটো করে ঘৃতকুমারী গাছের চারা নিয়ে নিয়েছিলাম। এখানে দুটি ভিন্ন প্রজাতির অ্যালোভেরা গাছ রয়েছে। আপনারা দেখলেই সেটি বুঝতে পারবেন।
এরপর গাছগুলিকে মাটির মধ্যে রোপন করে দিলাম,আর এভাবেই সম্পূর্ণ হয়ে গেল আমার ব্যালকনিতে বৃক্ষরোপণ অভিযান। নিচের ছবিটিতে যে অ্যালোভেরা গাছটির ছবি রয়েছে ,এটি খানিকটা বড় হলে ফুলের মত করে চারিদিকে ছড়িয়ে পড়বে দেখে মনে হবে যেন সত্যিই একটি ফুল।
| ডিভাইস | realme 8i |
|---|---|
| ফটোগ্রাফার | @pujaghosh |
| লোকেশন | বারাসাত |
আজ আর নয় ।আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে , আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।








আপু আপনার ব্যালকনিতে বৃক্ষরোপণ অভিযান দেখে খুব ভালো লাগলো। গাছ লাগাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার বারান্দায় ও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। বারান্দায় গাছ থাকলে বিকালের সময়টা খুব ভালো কাটে। আপনি খুব এই চলেসুন্দর ভাবে ঘৃতকুমারি গাছ লাগিয়েছেন। আপনার গাছ লাগানোর পদ্ধতি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
ব্যালকনিতে বৃক্ষরোপণ অভিযান আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে।
এইতো কিছুদিন আগেও প্রখর রোদ্রে মানুষ সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। পৃথিবীতে এত তাপমাত্রা বাড়ার একটাই কারণ বৃক্ষ নিধন। আমরা যতটা বৃক্ষ নিধন করছি তার খুব কম পরিমাণ বৃক্ষ রোপণ করছি। যার ফলে পৃথিবীটা আপনার এত বেড়ে যাচ্ছে। বেলকনিতে আপনার বৃক্ষরোপণ দেখে বেশ ভালো লেগেছে আপু। আমাদের যেখানে যতটুকু জায়গা আছে আমারও যদি এভাবে বৃক্ষরোপণ করতে পারি তাহলে আমাদের নিজেদের জন্যই উত্তম।
ঠিক বলেছেন ভাই, আমাদের যেখানে যতটুকু জায়গা আছে আমরা সকলেই যদি সেখানে বৃক্ষরোপণ করতে পারি ,তাহলে আমাদের নিজেদেরই উপকার হবে সেটা।