বর্ণচোরা

in #poem7 years ago

হাত বাড়ালেই সোঁদা ঘ্রাণ
নিঃশ্বাস টানলেই সজীবতা,
চাইলেই হতে পারি বুনো ঘাসফুল
কিষাণির মাদুল কিংবা
সবুজে মাতাল।
.
হাত বাড়ালেই এ নদীতট
আকাশের মলাট
ছুলেই যেথায় শীতল স্পর্শ
শিহরণ জমাট।
.
সাদা বকফুল,আলগোছে সাজানো
রঙের চাদর
নিমিষেই হারানো
আকাশের অতল।
.
পলক ফেললেই সবুজ মাতন
মুক্তো ঝরা শিশির নাচন
হাত বাড়ালেই এ আয়োজন
হৃদহরা জলের শিহরণ।
.
কত কাছাকাছি
প্রকৃতির রাশি
চাইলেই পেতে পারি
যত কোমল আয়োজন।
.
উপেক্ষা করেছি কত হেলায়
যেতে হবে তাদের বেলায়
যেথায় সদা আলোকছটা
কলরব আয়োজনের যত ঘনঘটা।
.
ছুটে গেছি তাদের পাড়ায়
কুড়োতে সুখ হাতের গোড়ায়,
ফেলে যত স্নিগ্ধ রতন
হতে যে হবে তাদের মতন।
.
ভুলে নিজের সত্তা ভীষণ
করেছি সদা তাদের পিছন,
ফেলে নিজের শিকড়, জনম
বরণ করেছি কপট ভুবন।