যদি তুমি জানতে
যদি তুমি জানতে!
কত বিনিদ্র রজনী কেটে গেছে আমার
তোমার মায়াবী চোখের দিকে তাকাবার চরম নেশায়,
কত দিন বয়ে গেছে আমার দিন ফূরাবার আগেই
তোমার ভাবনার জগতে ডুব দেবার কালে।
.
যদি তুমি জানতে!
কত ব্যথার সমুদ্রঝড় আমি পাড়ি দিয়েছি একেলা,
কত রাত ভোর হয়েছে আমার অকারনে, অবহেলাভরে,
কত পাহাড় কষ্ট বুকে নিয়ে বয়ে বেড়াতাম আমি
মুখে আলতো হাসি নিয়ে।
.
যদি তুমি জানতে!
কতবার আমি মনের আগুনে পুড়ে ছাই হয়েছি
তোমার থেকে দূরে, দূর-দেশে পালিয়ে ভালো থাকার জন্য,
কত আঘাত বুকের পিঞ্জিরাবদ্ধ হয়ে অকালে মরেছে,
কত রক্ত বয়ে গেছে মন নদীগর্ভ থেকে।
.
যদি তুমি জানতে!

অনেক ভালো কবিতা👏
This comment has received a 0.48 % upvote from @booster thanks to: @prince60.