আবেগের কবিতা || আমি বিচলিত || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের অস্থিরতাগুলোকে আড়ালে রেখে চঞ্চলতাগুলোকে প্রকাশ করার চেষ্টা করছি। কারণ মানুষ চঞ্চলতাকেই শুধু পছন্দ করে, অস্থিরতা দেখলে ভয়ে আড়ালে চলে যায়। ঐ যে কথায় আছে না তেল মাথায় সবাই খুশি মনে তেল দিতে চায় কিন্তু শুকনা মাথা দেখলে আড়ালে লুকায়, এটাই চরম বাস্তবতা।

যাইহোক, জীবনের গতিশীলতায় আমরা এমন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই, যা কখনোই আমাদের কাঝে সমুচিত মনে হয় না। কিন্তু তবুও আমরা সেগুলোকে মানিয়ে নেয়ার চেষ্টা করি, চুপচাপ সবটাকে স্বীকৃতি দিয়ে থাকি। কিন্তু হৃদয়ের উত্তাপ বা অনুতাপ কোন কিছুই সবার সম্মুখে প্রকাশিত হয় না। হলেও কোন লাভ নেই, এটাও নিদারুণভাবে আমাদের নিশ্চল করে দিচ্ছে। অনুভূতির এই বিষয় এবং বাস্তবতার চরম অভিজ্ঞতাগুলোকে আজকে ভিন্নভাবে কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। যথারীতি ছন্দের আড়ালে বাস্তবতাকে রাখার চেষ্টা করেছি, চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

book-4600757_1280.jpg

আমি বিচলিত অন্যায়ের
অযাচিত আস্ফালন দেখে,
অন্যায় আজ দারুণ বিজয়ী
জয় জয়কার ধ্বনি সর্বত্র।

আমি শঙ্কিত মিথ্যার
অপ্রত্যাশিত প্রসন্নতা দেখে,
মিথ্যা আজ দারুণ প্রতিষ্ঠিত
আমোদ উল্লাস যেন সর্বগত।

আমি বিব্রত সম্পর্কের
নিদারুণ ভঙ্গুরতা দেখে,
সম্পর্ক আজ ভীষণ সন্দেহপূর্ণ
উত্থান-পতন যেন সর্বময়।

আমি বিষণ্ণ চাটুকারের
ভীষণ তোষামোদ দেখে,
যোগ্যতা আজ মারাত্মক বিলোপিত
অদক্ষতা-অক্ষমতা যেন প্রজ্বলিত।

আমি বিবর্ণ বাস্তবতার
নির্দয় সমীকরণ দেখে,
সক্ষমতা আজ ধূর্ততায় বেষ্টিত
জয়-বিজয় যেন নিয়ন্ত্রিত।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...