স্বরচিত কবিতাঃ " এইতো তুৃমি আছো "
19-03-2025
০৫ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ
১৯ রমজান, ১৪৪৬ হিজরি
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো প্রথম। তবে মাঝে মাঝে ভালো থাকা যায় দেশের এবং দেশের বাহিরের খবর যখন জানতে পারি। আসলে বহির্বিশ্বের অবস্থা বলতে গেলে চরম উত্তেজনাকর। গাজায় ফিলিস্তিনিদের উপর যে আগ্রাসন সেটা এখনও বন্ধ হয়নি! গতকাল নিউজে দেখলাম সেহরীর সময় গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল! এতে ৪০০ এর মতো মানুষের প্রাণ হারিয়েছে। চোখের সামনেই সব শেষ। ছয়মাসের ছোট্র শিশুও বাদ যায়নি। একটাবার কল্পনা করতে পারেন মুহূর্তটা! আপনি খাচ্ছেন রাতে আর সে মুহূর্তে আপনার মা, সন্তান এক হামলায় চোখের পলকেই নিহত হয়ে গেল! আসলে মানবিকতা উঠে যাচ্ছে। আমি বিশ্বাস করি ফিলিস্তিনে শান্তি ফিরে আসবে! আসলে ছোট্র শিশুর কান্না দেখে আমার নিজেরই চোখ দিয়ে পানি চলে আসছিল! শিশুটি চারপাশে তার মা বাবাকে খুজঁছে কিন্তু কেউ বেচেঁ নেই! আশা করছি দ্রুত শান্তি ফিরে আসবে।
আজকে চলে এলাম আপনাদের সাথে কবিতা শেয়ার করার জন্য। আপনারা জানেন যে আমি সপ্তাহে একদিন কবিতা লিখে থাকি। তবে কবিতাটি আগামীকাল পাবলিশ করার কথা থাকলেও ভাবলাম আজই করে ফেলি। কারণ কি পোস্ট করবো সেটাই বুঝতেছিলাম না। আজকের কবিতায় ফুটে উঠেছে একজন প্রেমিকের হৃদয়ের আকাঙ্খা। যেখানে তার প্রিয়জনকে চিরদিনের জন্য রেখে দিয়েছে। প্রেমিক হৃদয় ভাবছে তার প্রিয়জন হয়তো বলবে সে তার পাশে চিরদিন থাকবে। এ বাসনাই যেন তাকে বাচিঁয়ে রেখেছে।
এইতো তুমি আছো
এইতো তুমি আছো, থাকবে চিরকাল
আমার রক্তে মাংসে,শিরায়-উপশিরায়,
প্রতিটি নিঃশ্বাসে-প্রশ্বাসে,
মনের সকল পীড়ায়।
এইতো তুমি আছো, থাকবে চিরকাল
আমার লেখনীতে,ভাবনায়
কবিতার ছন্দে,গানের সুরে,
মনের অনুভূতির সকল পাড়ায়।
এইতো তুমি আছো, থাকবে চিরকাল,
আমার না বলা গল্পে, একাকীত্বে,
নির্ঘুম রাতের সঙ্গী হিসেবে,
বৃষ্টির মতো কান্নার প্রতিটি ফোটাঁয়।
এইতো তুমি আছো, থাকবে চিরকাল,
আমার ছেলেমানুষি ,পাগলামিতে
রাগে অনুরাগে বেদনায়
সকল মনের তাড়নায়।
এইতো তুমি আছো, থাকবে চিরকাল,
এক কাপ চায়ের চুমুকে,
জমে থাকা শত শত গল্পে
তোমার আমার এই ভাবনায়।
এইতো তুমি আছো, থাকবে চিরকাল,
চাদেঁর আলো হয়ে, জ্যোৎস্না দিয়ে,
ভোরের শিশির বিন্দু হয়ে ,
থাকবে তুমি এক বিন্দু ভালোবাসা হয়ে।
ভাবছি আমি থাকবে তুমি,
বলবে এখন, এইতো আছি
তোমার পাশে থাকবো চিরকাল।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share
Puss tweet
বর্তমানে বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে ফিলিস্তিনের পরিস্থিতি দেখলে অত্যন্ত খারাপ লাগে। নিশ্চয়ই একদিন ওদের শান্তি ফিরে আসবে। খুব সুন্দর করে একটি কবিতা লিখলেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আমিও বিশ্বাস করি আপু একদিন শান্তি ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।
এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে।
অনেক সুন্দর কিছু অনুভূতি নিয়ে আপনি আজকের এই কবিতা লিখেছেন। আপনার লেখা পুরো কবিতাটা ছিল অসম্ভব সুন্দর। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছন্দ মিলিয়ে আপনি দারুন ভাবে লিখেছেন পুরো কবিতা।