অনু-কবিতা :- ৮৭

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে আমরা যে দেশেতে জন্মগ্রহণ করেছি এমন দেশ আর পৃথিবীতে একটিও নেই। কারণ এই দেশের প্রতিটা জিনিসের প্রতি আমরা মায়ের বাঁধনে বাঁধা পড়ে গেছি। আসলে আমরা যদি কোন জায়গায় ঘুরতে যাই অর্থাৎ নিজেদের দেশের বাইরে অন্য কোথাও ঘুরতে যাই তখন আমাদের দেশের কথা মনে পড়ে। কারণ আমরা যতই দেশ ঘুরি না কেন আমার দেশের মত এত সুন্দর দেশ আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আমার দেশের প্রতিটি অলিতে গলিতে রয়েছে এক এক ধরনের সৌন্দর্য। আসলে বাংলার সবকিছু যেন আমাদের পাগল করে দেয়। আসলে আমার কাছে মনে হয় যে সকল মানুষের কাছে তাদের জন্মভূমি পৃথিবীর সকল দেশের থেকে সেরা। আসলে এটা একটা স্বাভাবিক জিনিস। কিন্তু আমি মনে করি যে আমার দেশের মতো এমন দেশ আর পৃথিবীতে দুটো নেই।

আসলে যে দেশেতে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশকে যদি অন্য কেউ অসম্মান করে তাহলে তাকে আমরা কখনো ক্ষমা করতে পারব না। কারণ এ দেশ হলো আমাদের মায়ের সমান। আর এজন্যই আমরা আমাদের দেশকে জন্মভূমি বলে থাকি। আসলে এই পৃথিবীতে এমন এমন অনেক দেশ রয়েছে যে দেশের মানুষকে সেই দেশ কখনো একটু ভালোভাবে রাখতে পারে না। কিন্তু আমার দেশ আমাদের কোন ধরনের অভাব রাখে না। মা বাবা যেমন আমাদের সকল চাহিদা পূরণ করে দেয়। ঠিক একইভাবে আমাদের এই জন্মভূমি আমাদের শৈশব কাল থেকে বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে। আর এই দেশের জন্য আমরা প্রাণ দিতে কখনো দ্বিধাবোধ করব না।


আসলে এদেশের জন্য আমরা যে কোন কিছু করতে রাজি আছি। তবুও এ দেশকে আমরা কখনো নিচু হতে দেব না। এছাড়াও আমরা সব সময় চেষ্টা করবো যে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের দেশ যেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হয়। আসলে আমরা তাদের জন্য যদিও বিভিন্ন দেশে গিয়ে থাকি তবুও কেন জানি আমাদের সে দেশের কথা মনে পড়ে সব সময়। কারণ আমরা অন্য কোন দেশে থাকলেও আমাদের মনটা সব সময় আমাদের দেশেই থাকে। আর আমরা কখন সুযোগ পাবো যে পুনরায় আবার ওই সুজলা সুফলা জন্মভূমিতে আমরা ফিরে যেতে পারি। আর এজন্য আমরা যে দেশেই থাকি না কেন সেই দেশের মাঝে নিজেদের দেশকে তুলে ধরবো এবং নিজেদের দেশকে কখনো অপমানিত হতে দেব না।


✠ ০১ ✠


দেশকে যারা প্রাণ দিয়ে ভালোবাসে,
তারা দেশের জন্য লড়াই করে।
দেশের জন্য প্রাণ গেলেও,
তারা দেশকে অপমান না করে।


দেশের জন্য সবকিছু করতে,
আমরা এক কথায় রাজি আছি।
যে দেশ আমাকে এত কিছু দিয়েছে,
সেই দেশের জন্য মরতেও রাজি।


এই দেশ আমার মায়ের সমান,
দেশ থেকে পেয়েছি বিভিন্ন জ্ঞান।
দেশকে যারা ঘৃণা করে,
তাদের দেব না আমরা কোন সম্মান।


✠ ০২ ✠


দেশকে ছেড়ে আমরা যেখানেই যাই,
এমন দেশের কথা ভুলতে নাহি পারি।
দেশের জন্য আমাদের মনটা কাঁদে,
কবে আমরা আবার ফিরবো বাড়ি।


দেশের সম্মানকে কখনো আমরা,
অন্যের কাছে নিচু হতে দেব না।
দেশকে পৃথিবীর মাঝে তুলে ধরতে,
পরিশ্রম আমরা কখনো কম করব না।


এমন সুন্দর দেশ কোথাও আমরা,
খোঁজ করলে কখনো পাবোনা।
এই দেশেতে একবার জন্ম নিয়ে,
স্বাদ আমাদের কখনো মিটবে না।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে সচেতন চিন্তা ভাবনা দিয়ে কবিতা লিখে থাকেন। আমি এর আগে আপনার অনেক সুন্দর সুন্দর কবিতা পড়েছি। আপনার কবিতা পড়লে ভালো লাগে। কারণ সেখানে খুব সজাগ দৃষ্টিভঙ্গি থাকে। আজকের প্রত্যেকটা ছোট কবিতায় ঠিক তাই ছিল। খুবই ভালো লেগেছে আপনার কবিতা পড়ে। যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে তারা কখনো দেশকে অপমান করবে না। সর্বদা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকবে। আর সেই সত্যিকারের দেশ প্রেমিক।

 2 years ago 

কবিতা আবৃত্তি করতে আমি খুবই পছন্দ করি। হোক সেটা ছোট কবিতা অথবা বড় কবিতার। কবিতার মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা। কবিতা পড়লে নতুন নতুন জ্ঞান আহরণ করা যায়। ঠিক তেমনি দেশপ্রেম মূলক আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি অনু কবিতা লিখে শেয়ার করেছেন কবিতার প্রতিটি চরণ আমার অনেক ভালো লেগেছে। আসলে দেশের জন্য সবাই কিন্তু প্রাণ দিতে পারে না,যারাই দেশকে প্রাণের থেকে বেশি ভালোবাসে তারাই এটা পারে ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখেছেন।

 2 years ago 

ভালো লেগেছে দাদা আপনার শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে। আপনি দেশকে নিয়ে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখলেন। সত্যি আমরা যতই দেশ ঘুরি না কেন যতই কিছু দেখি না কেন নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি। নিজের দেশের মতো শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনি বেশ সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখে শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।