আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে প্রকৃতির প্রতি আমার মনের অনুভূতি এবং প্রকৃতির প্রতি আমার মনের ভালোবাসা থেকে চারটি অনু কবিতা লিখেছি। প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্য গুলো খুবই ভালো লাগে, তাই তো প্রকৃতির মাঝে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। প্রকৃতির এই সৌন্দর্যের কল্পনাগুলো কখনোই বলে শেষ করা যায় না। প্রকৃতি যেন নতুন ভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলে, তাই তো প্রকৃতিকে নিয়ে অনু কবিতাগুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।


fox-7780326_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

পাতার ফাঁকে হাওয়া যায়,
মনটা জুড়ে শান্তি পায়।
নদীর স্রোত বাজে তানে,
ক্লান্তি ভাসে জলের গানে।
সবুজ পথে নরম ছোঁয়া,
প্রকৃতি যেন হৃদয় বোয়া।

কবিতা-২

নীল আকাশে মেঘের খেলা,
রোদের আলো সোনার বেলা।
হাওয়া ভেজা বৃষ্টির গন্ধ,
মনটা পায় নতুন বন্ধ।
রংধনুর রঙে ভরা গান,
প্রকৃতি লেখে মধুর প্রাণ।

কবিতা-৩

ফুলের বাগান রঙে ভরা,
সুগন্ধ মেশে সকাল সরা।
প্রজাপতির ডানার নাচ,
রোদে লাগে নরম আঁচ।
ফুলের হাসি মনের সুখ,
প্রকৃতি রাখে হৃদয়-মুখ।

কবিতা-৪

চাঁদের আলো ঢালে ঢেউ,
রাতের দিকে স্বপ্ন হেউ।
তারার নিচে নীরব পথ,
হাওয়া বয়ে আনে রথ।
শান্তি নামে ধীরে ধীরে,
প্রকৃতি ঘুম পাড়ায় নীরে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼


সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 28 days ago 

বাহ আপনি তো দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আমার কাছে এইরকম ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে।বিশেষ করে আপনার লেখা তিন নাম্বার অনু কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin