My Original Bengali Poetry - "অপেক্ষায় বসে থাকা"

in #poetry8 years ago


image credit

একটি দিনের শেষে আসে আর একটি দিন,

একটি রাতের পর আসে আর একটি রাত।

শুধু তুমি আসোনা।

প্রতিদিন সূর্যের রশ্মি আসে আমার জানালায়,

পাখি এসে বসে জানালার কার্নিশে।

শুধু তুমি আসোনা।

বিরামহীন অপেক্ষায় বসে থাকা

আর দিন গোনা, অনন্ত এ প্রহর।

অন্তহীন অপেক্ষায় কাটে দিন, কাটে রাত,

নিষ্পলক চোখে প্রহর কাটে,

বেদনার সময়।