"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি প্রথমে আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম। দেখলাম খুব সুন্দর পোস্ট সেখানে সবাই শেয়ার করেছেন। সবার সুন্দর পোস্টগুলো আমি পড়ার চেষ্টা করলাম৷ সেখানে সবাই এত সুন্দর পোস্ট শেয়ার করেছেন যা একেবারেই অসাধারন ছিল৷ আমিও চেষ্টা করলাম আজকে আপনাদের মাঝে একেবারে ভিন্ন ধরনের এবং অসাধারণ একটি পোস্ট শেয়ার করার। তাই আমি আমার গত সময়ের পোস্ট গুলো দেখে নিলাম এবং সেখানে আপনারা যে সুন্দর সুন্দর পোস্ট মন্তব্য গুলো শেয়ার করেছিলেন সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। একই সাথে আমিও চেষ্টা করলাম কিছু মন্তব্য আপনাদের পোস্টগুলোর মাঝে শেয়ার করার।
এর পরবর্তীতে আমি আমার অনু কবিতাগুলো তৈরি করার জন্য বসে পড়লাম। অনু কবিতাগুলো একের পর এক সবগুলো লিখে নিলাম। অনু কবিতাগুলো লিখে নেওয়ার পরে যেসকল লাইনগুলো রয়েছে এবং বানান রয়েছে সব কিছু ঠিক করে নিলাম। সবকিছু ঠিক করে নেওয়ার পরে আজকের এই অনু কবিতাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি আজকের অনু কবিতাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কবিতা শেয়ার করার। সেগুলোর মধ্যে আপনারা সবসময় খুব সুন্দর মন্তব্য শেয়ার করে থাকেন। তাই আমি সবসময় অনুপ্রাণিত হয়ে আপনাদের মাঝে অনু কবিতা শেয়ার করার চেষ্টা করি।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
এক কাপ চায়ের ধোঁয়া,
যেন আঁকে তার ছায়া।
ভালোবাসায় লুকিয়ে থাকে,
প্রতিটি ক্ষণমায়া।
অনু কবিতা-২
প্রিয় মুখটা ভেসে আসে,
চাঁদের আলোয় মাখা।
তোমার স্মৃতিগুলো আজো আছে,
হৃদয়ের গভীর ক্যানভাসে আঁকা।
অনু কবিতা-৩
তুমি আমার না-হওয়া কেউ,
তবুও থাকো আমায় ঘিরে।
চলে এসো বারবার আমার কাছে,
মেঘের আড়াল ভেঙে, এক চেনা ভীড়ে।
অনু কবিতা-৪
সন্ধ্যা হলে সে গল্প করে,
শুধু নীরবতার ভাষায়,
তার কণ্ঠস্বর বাজে মনে,
আছি তারি আশায়।
অনু কবিতা-৫
তুমি আকাশের বুকে ওড়া,
কোনো এক রঙিন ঘুড়ি।
যে আমারই হয়ে ওঠে,
যতবার চাই আমিও উড়ি।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা সবসময় আপনার প্রতি আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
দারুন কিছু অনু কবিতা লিখেছেন ভাই। শেষের দুটি আমার কাছে বেশি ভালো লেগেছে। এরকম ছোট ছোট কবিতা গুলি লিখতে বা পড়তে ভালই লাগে। আশা করি আগামীতেও আপনি আমাদের মাঝে এরকম চমৎকার অণু কবিতা শেয়ার করবেন।
চেষ্টা করব আগামীতেও সুন্দর অনু কবিতা শেয়ার করার৷
https://x.com/bijoy1__2024_SB/status/1959814710532231524?t=eSlcXHwL4S721z9OGuKxiQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959574045634212286?t=LaZuw8gmB7Je3NnbWyVjEw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959573660668473807?t=vIWh-hIRZmrD7_f6GiuVfA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959573646143565834?t=FKX8yE71skmQg5jXjCvJQA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959573436310892599?t=TWwx3SPwD8XFRp78AeczRQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959573421295382584?t=ySanzRcPvFGLj3aF73VFmQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959573164482052511?t=XdNw95KXI0tVjItYb0gFXQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959573142541627500?t=051U4gAyatS1so1F3nzbiA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1959301420014088301?t=fdjaFzg6T2VNE3NdgAsneQ&s=19
আপনার লেখা অনু কবিতা গুলো দারুন ছিল পড়ে মুগ্ধ হয়ে গেলাম।ছন্দের সাথে মিলিয়ে দারু লিখেছেন,ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ৷
প্রতিনিয়তই সুন্দর অনু কবিতা লিখেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতার লাইনগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। পড়ে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে৷
আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে। আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার ছোট অনু কবিতার ভাষা অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷