আমার কবিতার খাতা থেকে:বাংলার প্রেমে।।২৭ জানুয়ারি ২০২৬
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
এই বাংলার প্রেমে পড়ি—
কারণ এখানে প্রেম মানে শুধু “ভালোলাগা” নয়,
এখানে প্রেম মানে লড়াই, নরম প্রতিবাদ,
আর একমুঠো মায়া—যা ঠিক ঘুমের আগে বুকের ভেতর ভিজে ওঠে।
আমি বাংলাকে ভালোবাসি
তার কুয়াশা মাখা ভোরের মতো—
যেখানে আলো আসে ধীরে,
কিন্তু এসে গেলে আর ফিরতে চায় না।
এই শহরের ফুটপাথে
চা-দোকানের ধোঁয়ার ভিতরে
কেউ একজন হঠাৎ করে বলে ওঠে—
“কেমন আছিস?”
আর সেই দুটো শব্দে
অদ্ভুত ভাবে সেরে যায়
একটা দীর্ঘদিনের ক্লান্তি।
বাংলার প্রেমে পড়ি
কারণ এই মাটিতে
জয়-পরাজয় একই সাথে বাস করে,
এখানে হাসির পিছনে একটা গল্প থাকে,
আর কান্না—অপমান নয়,
বরং ভেতরের শক্তি।
আমি বাংলার প্রেমে পড়ি
তার গানের ভাঁজে,
কবিতার রক্তিম অক্ষরে,
একটা পুরোনো ট্রামের জানালার পাশে
মেঘ জমে থাকা বিকেলে।
এখানে মানুষ
ভালোবাসে—চুপচাপ, গভীর করে,
কেউ কাউকে ছুঁয়ে দেয় না,
তবু চোখে চোখে
অজস্র স্পর্শ জমে থাকে।
এই বাংলায় প্রেম মানে
নদীর মতো বয়ে চলা—
একটা নামহীন অপেক্ষা,
একটা পরিচিত ঘ্রাণ,
একটা “ফিরে আসব” বলে
ফিরে আসার সাহস।
আমি বাংলার প্রেমে পড়ি
কারণ বাংলার বুকের মধ্যে
একটা অভিমানী আকাশ আছে—
সে রাগ করে, সে বৃষ্টি নামায়,
আর শেষে
সবকিছু ধুয়ে দিয়ে
আবার নতুন করে শুরু করতে শেখায়।
হ্যাঁ, এই বাংলার প্রেমে পড়ি—
যত আধুনিকই হই না কেন,
ভেতরের মানুষটা আজও
একটা “তুই”-এর মধ্যে
সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পায়।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord




