My original Bengali poetry: একটা শান্ত বিশুদ্ধ মৃত্যু চাই
একটা শান্ত বিশুদ্ধ মৃত্যু চাই
এই মৃত্যুতে না হোক কোলাহল
শান্তিতে বয়ে চলুক হাওয়া
মৃত্যুতে হোক আনন্দ কিন্তু উৎসব না।
বেঁচে থাকার আসল মানে কি?
কি পাওয়া আর কিবা না পাওয়া
কিসের জন্য যুদ্বে যাওয়া?
আমি বুঝি শুধু মৃত্যুর অপেক্ষা।
Image
আকাশের তারা গোনা আমার স্বভাব না
আমি মাটির মানুষ মাটিতে করি বসবাস
ইচ্ছে ছিলো জঙ্গলে একটা কুঁড়ে ঘর বাঁধার,
অসুবিধা নেই যদি না ও মেলে বাঁচার আহার।