প্রত্যাখ্যান!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
প্রত্যাখ্যান জিনিসটা সবচাইতে বেশি কষ্ট দেয়। এটা কষ্টের পাশাপাশি অপমান অমাননাও করে থাকে। আপনি যখন নিজের সবকিছু দিয়ে একজনের অপেক্ষায় আছেন অন্যদিকে সে আপনার দিকে চেয়ে পর্যন্ত দেখছে না। কী নিষ্টুর এই ব্যাপার টা। এমন টা আমাদের অনেকের সাথেই কখনও না কখনও হয়েছে। আর আপনার সাথে না হয়ে থাকলে আপনি খুবই ভাগ্যবান। কবিতা ঐভাবে কখনোই আমি লিখতে পারি না। হয়ে উঠে না আর কী। আজ হঠাৎ করেই মনের মধ্যে লাইন গুলো আসছিল। এইজন্যই লিখে ফেললাম। জানি ঠিক কতটা এটা কবিতা হয়েছে আদেও হয়েছে কীনা। কবিতা না বলে এটাকে আমার অনূভুতির বহিঃপ্রকাশও বলতে পারেন।
যদি হাত বাড়িয়ে দিলেই তোমায় পাওয়া যেত
যদি ইচ্ছা করলেই তোমায় ছোয়া যেত
যদি প্রশ্ন করলেই তোমার উওর পাওয়া যেত
তাহলে এই একাকিত্ব টা পেতাম না।
সীমাহীন প্রত্যাশা নিয়ে আমি দাঁড়িয়ে আছি
তোমার আশায়,
অথচ তোমার কী করুণ প্রত্যাখ্যান,
তোমার প্রত্যাখ্যান আমাকে দমাতে পারেনি
আমি আরও দ্বিগুণ প্রত্যাশা নিয়ে তোমার অপেক্ষায়।
দীর্ঘ সময় আমি ঘর'ছাড়া
তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি এখন বেদুঈন
আমার ছায়াটাও এখন আমাকে দেখে আফসোস করে
ছেড়ে দিতে বলে তোমাকে দেখার বাসনা।
তোমার জন্য আমার এই অপেক্ষায়
আমার ছায়া'রা এখন বিরক্ত।
আবার দীর্ঘদিন পরে হঠাৎ আমাদের দেখা হবে
তখন বলব তোমায় আমার সীমাহীন একাকিত্ব
আর তোমার অভাবের কথা।
শুনবে তো তুমি,
না তখনও করবে প্রত্যাখ্যান
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Congratulations @emon42, your post was upvoted by @supportive.