My bengali poetry: অদৃশ্য শত্রু চারিদিকে

in #poetry5 years ago

প্রতিদিন কাটছে একটা আতঙ্কে
অদৃশ্য শত্রু চারিদিকে
কানে ভেসে আসছে কান্না
আর মৃত্যু মিছিলের আর্তনাদ।
ভোরের আলো আসে পড়ে ঘরে
তবুও ঘুম আসে না
এই দেশে আগুন লেগে গেছে,
ভালোবাসা ও হার মানছে নিয়মিত।
image.png

Image
আপন জনদের ও দূরে যেতে হবে
বাঁচাতে নিজেকে ও অন্যকে
এই দুঃসময়ে কে সহায়?
এ এক অচ্যূত অসুখ।

ঈশ্বরের কাছে ডেকে যায়
তামাম দুনিয়ার মানুষ
এই দেশের অভিশাপ থেমে যাক
নতুন সূর্য আসুক ভোরে।