স্বরচিত কবিতা: "হাড়-কাঁপানো শীত"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
শীতের শুরু হতেই প্রশান্তি
টাটকা হরেক রকমের সবজি
আবার পিঠাপুলির আনন্দ
খেজুর রসে চুমুক দিয়ে মিষ্টি অনুভূতি।
কে জানতো এই বছরের কথা!
যেখানে হাড়-কাঁপানো শীত বাসা বাঁধবে?
যেখানে মেঘলা আকাশ দলবেঁধে প্রতিনিয়ত
মিষ্টি রোদের হাহাকার দেখা দেবে
আর কুয়াশারা ঘন চাদর মুড়ি দেবে।
প্রতিনিয়ত মানুষের মৃত্যুর ঘন্টা বাজবে
শশ্মানের চিতাগুলি আনন্দে জ্বলে উঠবে
রাস্তার মানুষগুলো কতটা কষ্টে!
বৃদ্ধ থেকে বাচ্চা সবাই কড়া রোদের অপেক্ষায়
হাড়-কাঁপানো শীতের হিমেল হাওয়া,
আবার গুলিয়ে ওঠা বুনো ঝড়
প্রশান্তময় শীতই এখন হয়েছে বিরক্তিকর।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
**আজকের কবিতাটি লেখা হয়েছে শীতকালকে নিয়ে।এবছর শীতটা এতটা জমিয়ে পড়ছে যে খুবই কঠিন হয়ে পড়েছে এই সময়গুলো পার করার।সেখানে ঘরহীন মানুষগুলোর হয়তো আরো-ই করুণ অবস্থা যাচ্ছে।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
হাড়-কাঁপানো শীত
টাটকা হরেক রকমের সবজি
আবার পিঠাপুলির আনন্দ
খেজুর রসে চুমুক দিয়ে মিষ্টি অনুভূতি।
কে জানতো এই বছরের কথা!
যেখানে হাড়-কাঁপানো শীত বাসা বাঁধবে?
যেখানে মেঘলা আকাশ দলবেঁধে প্রতিনিয়ত
মিষ্টি রোদের হাহাকার দেখা দেবে
আর কুয়াশারা ঘন চাদর মুড়ি দেবে।
প্রতিনিয়ত মানুষের মৃত্যুর ঘন্টা বাজবে
শশ্মানের চিতাগুলি আনন্দে জ্বলে উঠবে
রাস্তার মানুষগুলো কতটা কষ্টে!
বৃদ্ধ থেকে বাচ্চা সবাই কড়া রোদের অপেক্ষায়
হাড়-কাঁপানো শীতের হিমেল হাওয়া,
আবার গুলিয়ে ওঠা বুনো ঝড়
প্রশান্তময় শীতই এখন হয়েছে বিরক্তিকর।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


