Shubo noboborsho...

in #poetry8 years ago

উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা।

image

শোষণ যুলুম রুখে দাঁড়াও
তাড়াও দুখের দিন
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ।

image

এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান।

image

পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো নববর্ষ
সব ভেদাভেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ।