অনু কবিতা:- ভিন্ন ভিন্ন অনু কবিতা।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।
আজকে আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখতে। কারণ ছোট ছোট অনু কবিতাগুলো লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এসব অনু কবিতার মাঝে নিজের কিন্তু সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। অনু কবিতা ছোট হলেও মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করা যায়। তাই আজকে আমি পাঁচটি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে পাঁচটি অনু কবিতা লিখেছি। এবং প্রতিটা অনু কবিতার মধ্যে আলাদা আলাদা অনুভূতি। আর আমার এই অনু কবিতাগুলো পড়ে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তাই আজকে ভিন্ন ভিন্ন পাঁচটি অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম।
অনু কবিতা :: ভিন্ন ভিন্ন অনু কবিতা।
১
সব কথা মন থেকে উচ্চস্বরে আসে না।
কিছু কথা নীরবতা থাকতে হয়।
কিছু ভাষা নীরবতার কথা বলে।
চোখের পাতায় ভাঁজে ভাঁজে থাকে ইশারায়।
চুখের ভাষা নীরবতা অনেক কথাই বলে।
মনের লুকিয়ে থাকা অজানা গল্প।
যা শুধু হৃদয় বুঝতে পারে
ভাষা প্রকাশ না করে বোঝাই।
২
আমি জীবনে খুব বেশি কিছু চাই না
শুধু চাই একটু বিশ্বাস।
ভালোবাসার মানুষের পাশে চাই
এবং একটু আশ্রয়।
ভালোবাসার মানুষ পাশে
থাকলে ক্লান্ত মন সতেজ থাকে।
এক কাপ উষ্ণ ভালোবাসা
ক্লান্তি দূর করে মনের থেকে।
৩
আমরা প্রতিটি মানুষ কোথাও না
কোথাও ভাঙ্গা মনের মানুষ।
প্রতিদিন স্বপ্ন জোড়া লাগার
জন্য হাজার চেষ্টা করি।
কষ্টের মাঝে খুঁজে পাই
মনের জোড়ার চাবিকাঠি
নতুন করে পথ দেখি
আবার নতুন করে হাঁটতে শিখি।
৪
সময় এবং কারো
জন্য অপেক্ষা করে না
তবু মানুষ কিছু কিছু মুহূর্ত সারা
জীবন মনের মধ্যে আগলে রাখে।
কিছু মানুষ আছে দুটো মনের
মাঝামাঝি দাঁড়িয়ে থাকে স্বপ্ন নিয়ে।
কারণ স্বপ্ন মানুষকে কাঁদায় আবার
স্বপ্ন মানুষকে বাঁচায়।
৫
জীবনের সব হাসির সুখের নয়।
সব নীরবতা আবার কষ্টের নয়।
কিছু মানুষ থাকে নীরব কিছু
মানুষ আবার হাসে মন থেকে।
কিছু মানুষ স্বপ্ন দেখে
জীবন সুন্দর করার লক্ষ্য নিয়ে।
আবার কিছু মানুষ আছে স্বপ্ন
ভেঙে কষ্ট নিয়ে পদে পদে কাঁদে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।




https://x.com/i/status/2009602029648584991
https://x.com/i/status/2009641016354312460
https://x.com/i/status/2009641431250747619